টি-টোয়েন্টি দলে নেই মুশফিকুর রহিম। খবরটা পুরনো। নতুন খবর হল, সেই নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। না, তিনি ঠিক মুখ খুলেননি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই নিয়ে তিনি মুখই খুলতে রাজি হননি। তিনি জানিয়েছেন, বললে অনেক কিছুই বলা হয়ে যাবে।
মুশফিকের ইস্যুতে মাহমুদউল্লাহ রিয়াদ বল ঠেলে দিয়েছি টিম ম্যানেজমেন্টের কোর্টে। রিয়াদ বলেন, ‘এটা আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে ভালো হবে। আমি কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলতে চাইছি, মুশফিককে আমরা অবশ্যই মিস করতে যাচ্ছি।’
তবে, এরপরও জোরাজুরি হয় কিছু বলতে। রিয়াদ বলেন, ‘এই বিষয়ে আসলে কথা বলতে চাইলে অনেক কথা বলা হয়ে যাবে, এগুলো ভিতরের কথা। আমি বলতে চাই না। সেগুলো নিয়ে বলার এটা সঠিক সময় নয়। সবচেয়ে ভালো হবে আপনারা (সাংবাদিক) যদি টিম ম্যানেজমেন্টের সাথে এই বিষয়টা নিয়ে বলেন। তারা ভাল বলতে পারবেন।’
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভাল যায়নি মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি করলেও বাকি সবগুলো ম্যাচ কার্য্যত ব্যর্থ হয়েছেন মুশফিক, বাংলাদেশ ক্রিকেটে যার নাম মিস্টার ডিপেন্ডেবল। টি-টোয়েন্টির বিবেচনায় রান রেটের সাথে পাল্লা দিতে পারেননি, আউট হয়েছেন দৃষ্টিকটু ভাবে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও ছিলেন ব্যর্থ।
তারই জের ধরে ‘বিশ্রাম’-এর নামে মুশফিককে টি-টোয়েন্টি দল থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। ‘বাদ’ বলার কারণ, মুশফিক নিজেই গণমাধ্যমকে বলেছেন যে বিশ্রাম দেওয়ার ব্যাপারে বিসিবি থেকে তাঁকে কিছু জানানো হয়নি।
তিনি বলেন, ‘যেকোনো ক্রিকেটারের ক্যারিয়ারেই উত্থান-পতন থাকে। এটাই প্রথমবার না যে আমি বাদ পড়েছি। তবে দীর্ঘদিন পর বলতে পারেন। আমি বাদ পড়েছি এতে সমস্যা নেই, আমি নেতিবাচক ভাবে নেইনি এটা। আমি সবসময়ই বাংলাদেশের হয়ে সেরাটা দিতে চেয়েছি এবং ভবিষ্যতেও তাই করবো। কিছু সময় থাকে আমি ভালো পারফরম করতে পারি তেমনি কিছু খারাপ সময়ও আসে। এটাই তো শেষ নয়, যদি কখনো সুযোগ পাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টাই করবো।’
তবে, মুশফিকের বাদ পড়ায় রিয়াদের ভূমিকা যে নেই বললেই চলে সেই বিষয়টা পরিস্কার। তিনি বলেন, ‘মুশফিক কি বলেছে, আমি নিজেও জানি না। আমি দেখি, জানি। তার পর আমাদের কথা হবে। এই মুহূর্তে, আমার মনে হয়, সিরিজের আগে এই ধরনের প্রশ্নে মন্তব্য না করাই ভালো।’