বিকাল চারটায় ম্যাচ শুরুর পরিকল্পনা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হলেও এখনো ম্যাচ শুরুর সময় আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন সব গুলো ম্যাচই বিকাল চারটা থেকে শুরু হতে পারে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব গুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে। কিন্তু নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান বেশি হওয়াতে দুই ঘন্টা আগে ম্যাচ শুরু করার পরিকল্পনা করছে বিসিবি। সুজন জানিয়েছেন নিউজিল্যান্ডের দর্শকদের কথা বিবেচনা করেই এমন সিদ্বান্ত নিচ্ছেন তাঁরা।

সুজন বলেন, ‘এখন পর্যন্ত যেটা পরিকল্পনা রয়েছে। যেহেতু নিউজিল্যান্ডের সাথে আমাদের সময়ের পার্থক্য রয়েছে। নিউজিল্যান্ডের দর্শকদের দেখারও একটা বিষয় রয়েছে। সব কিছু বিবেচনা করে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেছি। সম্ভবত বিকেল চারটার দিকে আমাদের খেলা শুরু করার পরিকল্পনা রয়েছে।’

শুধু ম্যাচ শুরুর সময়েই নয়; নিউজিল্যান্ড সিরিজে পরিবর্তন আসবে ইমিগ্রেশন সিস্টেমেও। বিমানবন্দরে ইমিগ্রেশন না করে সরাসরি হোটেলে এসে ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সেই বিশেষ সুবিধা পাবেন না।

মূলত চার্টার্ড ফ্লাইটে এসে জনবহুল এলাকা এড়াতেই এই বিশেষ সুবিধা পেয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ড আসবে বাণিজ্যিক ফ্লাইটে। সুজন জানিয়েছেন বাণিজ্যিক ফ্লাইটে আসার কারনেই এই সুবিধা পাবেন না নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া চার্টার্ড ফ্লাইটে এসেছিল, কিন্তু নিউজিল্যান্ড বাণিজ্যিক ফ্লাইটে আসবে। সেক্ষেত্র একটু পরিবর্তন তো আসবেই।’

ইমিগ্রেশনে সুবিধা না পেলেও নিউজিল্যান্ডের জন্যও অন্য সুযোগ সুবিধা গুলো নিশ্চিত করবে বিসিবি। শুধু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বলেই নয়; সুজন জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেও কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করবেন তারা।

সুজন বলেন, ‘আমি আগেও বলেছি যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে নিউজিল্যান্ড আমাদের অনুরোধ করেছে অস্ট্রেলিয়া সিরিজের মতো বায়ো বাবল তৈরি করতে। আমরাও চেষ্টা করবো তৈরি করার। আমি আগেও বলেছি এটা শুধু মাত্র অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের জন্য না। আমাদের দলের জন্যও প্রয়োজন রয়েছে। সব কিছু বিবেচনা করে আমরা বায়ো বাবল তৈরি করেই সিরিজটা সফল ভাবে শেষ করবো।’

বাংলাদেশের ক্রিকেটাররাও শিঘ্রই ঢুকে যাবেন জৈব সুরক্ষা বলয়ে। এর আগে তাঁদের যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে চলতেও বিসিবির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সূচি

  • প্রথম টি-টোয়েন্টি: এক সেপ্টেম্বর
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: তিন সেপ্টেম্বর
  • তৃতীয় টি-টোয়েন্টি: পাঁচ সেপ্টেম্বর
  • চতুর্থ টি-টোয়েন্টি: আট সেপ্টেম্বর
  • পঞ্চম টি-টোয়েন্টি: দশ সেপ্টেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link