র‌্যাংকিংয়ের সেরা দুইয়ে মিরাজ

এর আগে ২০০৯ সালে সাকিব আল হাসান ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ের চূড়ায় উঠেছিলেন। এরপর আরেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২০১০ সালে ৫০ ওভারের বোলারদের র‌্যাংকিংয়ের দুইয়ে ওঠেন।

প্রথমবারের মত আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে দুই নম্বরে উঠলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে তিনি প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে চারটি ও তিনটি উইকেট নেন। রাজ হজম করেন যথাক্রমে ৩০ ও ২৮।

এর আগে ২০০৯ সালে সাকিব আল হাসান ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ের চূড়ায় উঠেছিলেন। এরপর আরেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২০১০ সালে ৫০ ওভারের বোলারদের র‌্যাংকিংয়ের দুইয়ে ওঠেন।

৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে অবস্থান করছেন মিরাজ। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের রেটিং পয়েন্ট ৭৩৭। সিরিজের শেষ ম্যাচে ভালো করে পয়েন্ট আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে মিরাজের সামনে। ৭০৮ পয়েন্ট নিয়ে মিরাজের পরের অবস্থানে রয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান।

মিরাজ ছাড়াও সেরা দশে রয়েছেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। ৬৫২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছেন এই বাঁ-হাতি পেসার। মুস্তাফিজ এর মধ্য দিয়ে আবারও সেরা দশে ফিরলেন। এবার তিনি এগোলেন আট ধাপ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে তিনি নেন ছয় উইকেট। সর্বশেষ ২০১৮ সালে তিনি পাঁচ নম্বরে উঠেছিলেন – সেটাই তাঁর ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। এছাড়া ৬১৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। সিরিজে তিনি নিয়েছেন তিন উইকেট।

সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভার বল করে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন মিরাজ। এবং দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এই স্পিনার। দুই ম্যাচেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এর আগের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে কোন উইকেট না পেলেও ঘরের মাঠে খেলা তার আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে সাত উইকেট শিকার করে চার নম্বরে উঠে এসেছিলেন তিনি।

তবে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের সেরা দশে নেই কোন বাংলাদেশি ক্রিকেটার। ৭৩৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম এবং ৬৭৪ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে রয়েছেন তামিম ইকবাল। ২৯ নম্বরে থাকা সাকিব আল হাসানের পয়েন্ট ৬৪১।

সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্বতিতে ১০৩ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম ওয়ানডে সিরিজ জয়। আগামী ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

প্রথম দুই ম্যাচে জয়ের ফলে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। আট ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রয়েছে তামিম সাকিবরা। আর পাঁচ ম্যাচ খেলেও এখনো কোন পয়েন্ট অর্জন করতে পারেনি শ্রীলঙ্কা। তাদের অবস্থান এখন ১২ নম্বরে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...