এমবাপ্পেকে পিএসজি ছাড়ার উপদেশ দিয়ে গেছেন মেসি

সদ্য শেষ হওয়া ইউরোপীয় ক্লাব মৌসুম শুরু হবার আগেও যদি কেউ বলতো যে মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়বেন তাহলে নিশ্চিতভাবেই সেটা বিশ্বাসযোগ্য হতো না। তবে মৌসুম শেষে এমবাপ্পের ক্লাব ছাড়া এখন অনেকটাই নিশ্চিত।

সদ্য শেষ হওয়া ইউরোপীয় ক্লাব মৌসুম শুরু হবার আগেও যদি কেউ বলতো যে মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়বেন তাহলে নিশ্চিতভাবেই সেটা বিশ্বাসযোগ্য হতো না। তবে মৌসুম শেষে এমবাপ্পের ক্লাব ছাড়া এখন অনেকটাই নিশ্চিত।

গত গ্রীষ্মকালীন দলবদলের সময় অনেক নাটকীয়তার পর রিয়ালে না গিয়ে প্যারিসে থাকার সিদ্ধান্ত নিলেও এবার এমবাপ্পের নতুন ক্লাব হিসেবে আবারো আলোচনায় রিয়াল।

নিজের ভবিষ্যতটা নিজেই ঠিক করবেন এমবাপ্পে, এমনটা হওয়াই স্বাভাবিক। কোথায় তার যাওয়া উচিৎ, কোথায় গেলে ভালো হবে কিংবা কোথায় গেলে ধরে রাখতে পারবেন ছন্দ, বিষয়টা তার নিজেকেই দেখতে হবে।

তবে নিজের ভবিষ্যৎ নির্ধারনে এক মহাতারকার পরামর্শই পেয়েছেন এমবাপ্পের। এমবাপ্পের সদ্য সাবেক হওয়া সতীর্থ লিওনেল মেসি তাকে পরামর্শ দিয়েছেন স্পেনের কোনো ক্লাবে যাবার।

দীর্ঘ দিনের পিএসজি সতীর্থ লিওনেল মেসি। প্রায় দুই বছরের সম্পর্ক ভেঙে বিশ্বের সেরা এই ফুটবলার পাড়ি জমিয়েছে ইন্টার মায়ামিতে। নিজে ক্যারিয়ারের শেষ প্রান্তে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে পাড়ি জমালেও এমবাপ্পের জন্য তাঁর পরামর্শ সেরা কোনো ক্লাব। তার মতে, এমবাপ্পের এখন একটা চ্যাম্পিয়ন ক্লাব দরকার।

সেই ক্লাব যে বার্সালোনাও হতে পারে, তাও জানিয়ে রাখলেন এমবাপ্পেকে। এমনকি রিয়াল মাদ্রিদে গেলেও নাখোশ নন তিনি। বিষয়টি প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক ডিফেন্সা সেন্ট্রাল। তাদের এক প্রতিবেদন অনুযায়ী, মেসি নাকি এমবাপ্পেকে বলেছেন, ‘আমি চাই, তুমি বার্সায় যাও। যদি রিয়াল মাদ্রিদেও যেতে চাও, তবে চলে যাও। তোমার একটা চ্যাম্পিয়ন প্রজেক্ট দরকার।’

সাত বারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি ক’দিন আগেই পিএসজি ছেড়ে পাড়ি জমিয়েছেন ইন্টার মিয়ামিতে। ১৮ বছর ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা মেসি খুব ভালো ভাবেই জানেন সেরাদের সেরা হতে দলের হয়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জেতা ছাড়া উপায় নেই। তাই নিজের সতীর্থ এমবাপ্পেকে রিয়াল কিংবা বার্সেলোনার হয়ে ফুটবল বিশ্ব রাজত্ব করতে দেখতে চান মেসি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...