ভালোবাসা আর খোঁচা, দুটোই পাচ্ছেন মেসি

বয়সটা ৩৬ ছোঁবে এই কিছুদিন পর। নিজেও ইউরোপে ক্যারিয়ারের ইতি টেনে যোগ দিয়েছেন মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। কিন্তু বাঁ পায়ের জাদু এখনো দেখিয়েই চলেছেন ৩৫ বছরের ‘তরুণ’ মেসি। চীনের মাটিতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও গড়েছেন এক রেকর্ড। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্রুততম গোলটাও করে ফেললেন এদিন।

বিশ্বের যেখানেই যান না কেন অভাবনীয় ভালোবাসা পেয়ে আসছেন মেসি। চীনেও পেলেন। এক ভক্ত তো নিরাপত্তা বেষ্টনি ভেঙে মাঠেই ঢুকে পড়লেন লিওনেল মেসিকে একটু ছুঁয়ে দেখতে। নিজের খেলায় এতটাই মনযোগী ছিলেন যে সেই ভক্ত যে মেসির দিকে ছুটে আসছেন তা মেসি খেয়ালই করেননি।

প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টনা। ম্যাচের দুই মিনিটেই মেসির গোলে এগিয়ে যাবার পর পাজ্জেল্লার গোলে ব্যবধান দ্বিগুন করে আলবিসেলেস্তেরা। ম্যাচ চলাকালেই সেই ভক্ত গ্যালারি থেকে ছুটে আসতে থাকেন মেসির দিকে। এসেই মেসিকে জড়িয়ে ধরতে চাইলেন তিনি। চীনের মানুষজন যে মেসিকে কতটা ভালোবাসে তার একটা প্রমানও পাওয়া গেলো এদিন।

মাঠে ঢুক পড়া সেই ভক্তকে নিরাপত্তাকর্মীরা মাঠ থেকে দ্রুত বের করে নিয়ে যাবার সময়েও মুখে বিরাট এক হাসি ফুটে ছিলো সেই তরুণের। নিরাপত্তাকর্মীরা তাকে বের করে নেবার আগেই অবশ্য আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সাথে হাত মেলাতে সক্ষম হন সেই ভক্ত।

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে ঘটেছে আরেক আলোচিত ঘটনা। গ্যালারিতে এই ম্যাচ দেখতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরের জার্সি পড়ে হাজির হয়েছিলেন এক ভক্ত। সেই ভক্ত আবার মেসি প্রেমীদের সামনে বারবার রোনালদোর বিখ্যাত সেলিব্রেশন করে দেখাচ্ছিলেন।

রোনালদোর সেলিব্রেশন অনুকরণ করে মেসির ভক্তদের ক্ষেপানোর চেষ্টা করতে থাকার সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রায় অর্ধযুগ আগে লা লিগাতে মেসি আর রোনালদোর সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পালা শেষ হলেও ভক্তরা এখনো জিইয়ে রেখেছেন ইতিহাসের অন্যতম সেরা এই দুই ফুটবলারের দ্বৈরথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link