স্যান্টনারের সুপারম্যান-সুলভ ক্যাচ!

ক্যাচটা দেখেই ধারাভাষ্যকরদের রীতিমত চক্ষু চড়কগাছ। ধারাভাষ্য কক্ষে থাকা ইরফান পাঠান তো মাইক্রোফোন হাতে নিয়ে বলে বসলেন, এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ক্যাচ এটিই। 

ক্যাচটা দেখে ধারাভাষ্যকারদের রীতিমত চক্ষু চড়কগাছ। ধারাভাষ্য কক্ষে থাকা ইরফান পাঠান তো মাইক্রোফোন হাতে নিয়ে বলেই বসলেন, এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ক্যাচ এটাই। এই প্রশ্ন আসলে সবারই!

হবেই বা না কেন! লকি ফার্গুসনের করা শর্ট বলটা পুল করার চেষ্টা করেছিলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। বলটা শরীরের লাইনে থাকায় দৃষ্টি সরিয়েই সজোরে ব্যাট চালিয়েছিলেন আফগান অধিনায়ক।

তবে, ব্যাটে বলে সংযোগটা আর ঠিকমতো হয়নি। বল ভেসে যায় হাওয়ায়। তবে বৃত্তের বাইরে বলটা নো ম্যানস ল্যান্ডেই পড়ার কথা ছিল। এমন একটা সম্ভাবনায়, তাই হাশমতউল্লা শাহিদী নিরাপদ ভেবেই চোখ নামিয়ে রেখেছিলেন।

কিন্তু, হঠাৎই তাঁকে বিস্ময়ে ভাসিয়ে বৃত্তের ভিতরে ফিল্ডিং করা স্যান্টনার নিজের পিছন দিকে দৌড় লাগান। বলের পিছনে ধাওয়া করলেও তা নাগালের বাইরেই ছিল স্যান্টনারের জন্য।

তবে সেই প্রায় অসম্ভব ক্যাচটাই শরীর ছুঁড়ে এক হাতে লুফে নেন তিনি। আর সেই অনবদ্য ক্যাচেই ২৯ বলে ৮ রানে ফিরতে হয় আফগান দলপতিকে। যদিও এ দিন ম্যাচের শুরুতেই ট্রেন্ট বোল্টের বলে ইব্রাহিম জাদরানের আরো একটি দুর্দান্ত ক্যাচ ধরেন স্যান্টনার।

কিউই এ স্পিনার অবশ্য ক্যাচ ধরেই তাক লাগিয়ে ক্ষান্ত থাকেননি। ৭.৪ ওভার বল করে ৩৯ রানে ৩ টি উইকেট নেন তিনি। আর তাতে আফগানদের বিপক্ষে ১৪৯ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড।

মিশেল স্যান্টনারের মতো এবারের বিশ্বকাপে উড়ছে নিউজিল্যান্ডও। এখন পর্যন্ত ৪ ম্যাচের ৪ টিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ২০১৯ বিশ্বকাপের রানার্সআপরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...