আইপিএল বিস্ময়ের পর এবার কী জাতীয় দল?

ভারতের জার্সি সর্বশেষ গায়ে জড়িয়েছেন আট বছর আগে। গত মৌসুমেও ছিলেন গুজরাট টাইটান্সের নেট বোলার। সেই মোহিত শর্মাই এবারের আইপিএলে গল্প লিখলেন ফিরে আসার। আইপিএলের এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বলেই শুধু নয়, ৩৪ বছরেএ মোহিতের বোলিং রীতিমতো মুগ্ধ করেছে সবাইকে।

ভারতের জার্সি সর্বশেষ গায়ে জড়িয়েছেন আট বছর আগে। গত মৌসুমেও ছিলেন গুজরাট টাইটান্সের নেট বোলার। সেই মোহিত শর্মাই এবারের আইপিএলে গল্প লিখলেন ফিরে আসার। আইপিএলের এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বলেই শুধু নয়, ৩৪ বছরেএ মোহিতের বোলিং রীতিমতো মুগ্ধ করেছে সবাইকে।

ফাইনালে শেষ ওভারে ১৩ রানও প্রায় ডিফেন্ড করেই ফেলেছিলেন। এমন কঠিন মুহূর্তে যে অসাধারণ দক্ষতায় ব্যাক হ্যান্ড স্লোয়ার, স্লোয়ার বাউন্সার, ইয়োর্কারগুলো মোহিত করলেন তাতে তাকে কুর্নিশ না জানিয়ে উপায় কই!

এবারের আইপিএলের সেরা ‘কামব্যাক ক্রিকেটার’ নিঃসন্দেহে মোহিত শর্মা। রবীন্দ্র জাদেজা ফাইনালের শেষ দুই বলে দারুণ স্নায়ুশক্তির পরীক্ষা দিয়ে চেন্নাইকে অবিশ্বাস্য ভাবে না জেতালে গুজরাটকে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন প্রায় করেই ফেলেছিলেন মোহিত। জাদেজা শেষ দুই বলে ১০ রান নিয়ে সব আলো কেড়ে নিলেও একটুও ম্লান হয়নি মোহিতের ওমন কৃতিত্ব।

শুধু ফাইনালেই নয়, পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ছিলেন মোহিত। সতীর্থ মোহাম্মদ শামির পর উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করেছেন এবারের আসর। ১৪ ম্যাচে ২৭ উইকেট এই পেসারের।

এক সময় ভারতীয় দলের নিয়মিত পেসার ছিলেন মোহিত। তবে জাতীয় দল থেকে বাদ পড়ার পর যেন আলোচনারও বাইরে চলে গেছেন তিনি। তবে আইপিএল দিয়ে আবারো নিজের জাতীয় দলে ফেরার দাবীটা জানিয়েছেন বেশ জোরেশোরেই। সামনের ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলেও মোহিতকে দেখলে অবাক হবার কিছুই থাকবে না।

এখন থেকে ১০ বছর আগে মাহেন্দ্র সিং ধোনির অধীনেই ভারতীয় দলে অভিষেক হয় মোহিতের। এরপর চেন্নাই সুপার কিংসেও ধোনির অধীনে খেলেছেন দীর্ঘদিন। মোহিত তাই তাঁর ফিরে আসার পেছনে ধোনির অবদানও দেখেন।

মোহিত বলেন, ‘আমার আইপিএল ও ভারতের হয়ে খেলার বেশিরভাগ সময়ই আমি মাহি ভাইয়ের (ধোনি) অধীনে খেলেছি। আমার ভালো পারফরম্যান্স গুলোও তাঁর অধীনে খেলেই এসেছে। তাঁর বিরাট কৃতিত্ব আছে আমার মধ্য থেকে সেরাটা বের করে আনার ক্ষেত্রে।’

চেন্নাইয়ের খেলার সময়টা নিজের ক্যারিয়ারের সেরা সময় হলেও মোহিত মনে করেন এবারের আইপিএলই তাঁর ক্যারিয়ারে সেরা। গুজরাট দলের ড্রেসিংরুমের পরিবেশই বেশি টানে মোহিতকে। এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলার আগেই মোহিত বলেছিলেন, ‘আসল বিষয় হলো আমি খেলাটা কতটা উপভোগ করছি। ২০১৩-২০১৬ অবদি চেন্নাইয়ে থাকার সময়কাল আমার ক্যারিয়ারে স্বর্ণযুগ ছিল কিন্তু পরিবেশের দিক থেকে এবারের আইপিএল আমার জন্য সেরা।’

কোভিড-১৯ মহামারিতে বাবাকে হারানোর পরেই জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায় মোহিতের। মোহিত জানান, ভারত দলে ফেরার জন্য ভাবেননি তিনি। বিশ্বাস করতেন, ভাগ্যে থাকলে আবারো জাতীয় দলে ফিরবেন তিনি।তবে এবারের আইপিএলে মোহিতের যা পারফরম্যান্স তাতে পরবর্তী সিরিজেই ভারতের জার্সিতে ফেরার সম্ভাবনা আছে মোহিত শর্মার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...