মরক্কোর তরুণরা এখন বিশ্বচ্যাম্পিয়ন!

ফুটবলে আফ্রিকা আর কোনোভাবেই ‘আন্ডারডগ’ নয়। ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল এক নতুন অধ্যায় — মরক্কোর তরুণরা এখন বিশ্বচ্যাম্পিয়ন!

চিলির আকাশে নতুন এক ফুটবল শক্তির জন্ম হল। রবিবার রাতটা ছিল মরক্কোর তরুণ সিংহদের। আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ট্রফি জিতে নিলো মরক্কো— দেশের ফুটবল ইতিহাসে প্রথম কোনো বয়সভিত্তিক বিশ্বকাপ জয় করে নতুন ইতিহাস রচনা করল মরক্কো, আফ্রিকান ফুটবল বিস্ময়।

নায়কের ভূমিকায় ইয়াসির জাবিরি, পর্তুগালের এফসি ফামালিকাওয়ের এই ফরোয়ার্ড প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন। দ্বিতীয়ার্ধে লড়াই করেও ঘুরে দাঁড়াতে পারেনি রেকর্ডধারী আর্জেন্টিনা, যারা টুর্নামেন্টে এর আগে এক ম্যাচও হারেনি।

মরক্কোর এই সাফল্য শুধু এক ট্রফি নয়, আফ্রিকান ফুটবলের নতুন এক অধ্যায়। নকআউট পর্বে তারা পরপর হারিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে, আর ফাইনালে নামের ভারে ভারী আর্জেন্টিনাকে হারিয়ে যেন লিখে ফেলেছে নিজের গর্বের ইতিহাস। ২০০৯ সালে ঘানার পর এটাই প্রথম আফ্রিকান দল যারা উঠল বিশ্বচূড়ায়।

অন্যদিকে, আর্জেন্টিনা দলটি খেলেছে কিছুটা অপরিণত অবস্থায়। অনুপস্থিত ছিলেন তাদের দুই প্রতিভাবান তরুণ তারকা, বেয়ার লেভারকুসেনের ক্লদিও একেভেরি ও রিয়াল মাদ্রিদের ‘বিস্ময় বালক’ ফ্রাঙ্কো মাস্তান্তুওনো-কে ছাড়াই খেলতে বাধ্য হয়েছিল তাঁরা।

তবু তাদের ফাইনাল পর্যন্ত আসা প্রশংসনীয়। যদিও প্রশংসার সবটুকু আলো কাড়ল মরক্কো ফুটবল দল। কাতার বিশ্বকাপে সিনিয়র দলের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া, এরপর ২০২৬ সালের আসরের টিকিট নিশ্চিত করার পর এবার মরক্কোর যুব দলও দেখাল, ফুটবলে আফ্রিকা আর কোনোভাবেই ‘আন্ডারডগ’ নয়। ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল এক নতুন অধ্যায় — মরক্কোর তরুণরা এখন বিশ্বচ্যাম্পিয়ন!

Share via
Copy link