টেস্টে সর্বোচ্চবার ম্যাচসেরা যারা

টেস্ট ক্রিকেটের নায়ক হতে হলে নিজের সেরাটাই দিয়েও পারফর্ম করতে হয়। কঠিন সময়ে ম্যাচের মোড় যিনি ঘুরিয়ে দেন দিনশেষে তাঁর হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। একটু খুঁজে দেখা যাক সেই নায়কদের যারা টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার কৃতিত্ব গড়েছেন।

টেস্ট ক্রিকেটের নায়ক হতে হলে নিজের সেরাটাই দিয়েই পারফর্ম করতে হয়। কঠিন সময়ে ম্যাচের মোড় যিনি ঘুরিয়ে দেন দিনশেষে তাঁর হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। একটু খুঁজে দেখা যাক সেই নায়কদের যারা টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার কৃতিত্ব গড়েছেন।

  • জ্যাক ক্যালিস – ২৩ বার 

টেস্ট ইতিহাসেরই সেরা অলরাউন্ডার—এই তকমাটা জ্যাক ক্যালিসের জন্যই সাজে। ১৬৬ টেস্টে ২৩ বার ম্যাচসেরা হয়ে তিনি দেখিয়েছেন, কিভাবে নায়ক হতে হয়! ব্যাট হাতে স্থিরতা, বল হাতে উইকেট—সবই করেছেন সুনিপুণভাবে।

  • মুত্তিয়া মুরালিধরন – ১৯ বার

মুত্তিয়া মুরালিধরন নামটাই তো একটা জাদু। তবে বল হাতেও ঘূর্ণি জাদু দেখিয়েছেন ক্যারিয়ার জুড়ে, নিজের ঝুলিতে পুরেছেন ৮০০ উইকেট। ১৩৩ ম্যাচে হয়েছেন ১৯ বার ম্যাচসেরা।

  • শেন ওয়ার্ন   – ১৭ বার

অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন   লেগ-স্পিনকে নতুন উচ্চতায় নিয়েছেন, ১৪৫ টেস্টে ১৭ বার ম্যাচসেরা হয়ে সেটাই প্রমাণ করে দেয়।

  • ওয়াসিম আকরাম – ১৭ বার

রিভার্স সুইংয়ের রাজা ওয়াসিম আকরাম তো ছিলেন প্রতিপক্ষের নিঃশ্বাস আটকে দেওয়ার মতো বোলার। তাঁর ভয়ংকর সুইং ছিল বিপক্ষ দলের জন্য আতঙ্কের নাম। ১০৪ ম্যাচে ১৭ বার ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে।

এছাড়াও রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা – ১৬ বার ম্যাচসেরা হয়েছেন। কার্টলি এমব্রোস, স্টিভ ওয়াও এবং গ্রেট শচীন টেন্ডুলকার ম্যাচের নায়ক হয়েছেন ১৪ বার।

এরা একেকজন ছিলেন সাদা পোশাকে দলের ক্রাইসিস ম্যান। ব্যক্তিগত মাইলফলকই অর্জন নয়, টেস্টে দলের হয়ে সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছেন, নিজেদের নাম তুলেছেন কিংবদন্তির খাতায়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link