বিদেশের মাটিতে শতকের সাথে সখ্যতা

ভারতীয় ক্রিকেটের এমন সমৃদ্ধ ময় ইতিহাসে বিদেশের মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানরা কারা? চলুন দেখে নেওয়া যাক।

সুনীল গাভাস্কার থেকে শচীন টেন্ডুলকার, কিংবা দিলীপ ভেঙ্গসরকার থেকে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ— ব্যাটিং শৈলীর দিক দিয়ে ভারতীয় ক্রিকেট এমন শ্রেষ্ঠত্বের ব্যাটন বদলের ধারা বেশ পুরনো।

গাভাস্কার, ভেঙ্গসরকারের পর ভারতীয় ক্রিকেটে এসেছেন শচীন, দ্রাবিড়, লক্ষণরা। এরপর সেই শ্রেষ্ঠত্বের ধারক ও বাহক হিসেবে সম্মুখ পানে এগিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, রোহিতরা।

ভারতীয় ক্রিকেটের এমন সমৃদ্ধ ময় ইতিহাসে বিদেশের মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানরা কারা? চলুন দেখে নেওয়া যাক।

  • শচীন টেন্ডুলকার

টেস্ট ক্রিকেটে নামের পাশে ১৫৯২১ রান, সেঞ্চুরি ৫১ টা। দুই রেকর্ডেই চূড়ায় রয়েছেন ক্রিকেটের ‘দ্য লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকার। তবে এ ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ঘরের চেয়ে ঘরের বাইরের মাটিতেই নিজের দাপট দেখিয়েছেন বেশি।

ভারতের মাটিতে যেখানে ৯৪ টা টেস্ট খেলেছেন, সেখানে বিদেশের মাটিতে ১০৬ টা টেস্ট ম্যাচে পা পড়েছে শচীনের। আর তাতে তাঁর পরিসংখ্যানটা রীতিমত দুর্দান্ত। সেঞ্চুরি পেয়েছেন ২৯ টা। যা শুধু ভারতীয়দের মধ্যে নয়, পুরো বিশ্বের মধ্যেই বিদেশের মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

  • রাহুল দ্রাবিড়

শচীনের পর ভারতের হয়ে বিদেশের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্রিকেটের ‘দ্য ওয়াল’ নামে খ্যাত রাহুল দ্রাবিড়। ভারতের বাইরে খেলা ৯৪ টেস্টে তাঁর সেঞ্চুরিসংখ্যা ২১ টা।

শচীনের মতো রাহুল দ্রাবিড়ও অবশ্য বিদেশের মাটিতে বেশি সফল। ঘরের মাটিতে যেখানে তিনি ৫১.৩৬ গড়ে তিনি ব্যাট করেছেন, সেখানে বিদেশের মাটিতে তাঁর ব্যাটিং গড় ৫৩.০৩। তাছাড়া, টেস্ট ক্যারিয়ারের ৩৬ টা সেঞ্চুরির মধ্যে ২১ টাই তিনি পেয়েছেন ভারতের বাইরে মাটিতে।

  • সুনীল গাভাস্কার

টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। আশি দশকের এ ব্যাটার নিজের প্রতিভার সাক্ষর রেখেছিলেন বিদেশের মাটিতেও। ভারতের বাইরে খেলা ৬০ টেস্ট তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৮ টা।

  • বিরাট কোহলি

বিদেশের মাটিতে সেঞ্চুরি হাঁকানোর দিক দিয়ে এ তালিকার পরের নামটা বিরাট কোহলির। এখন পর্যন্ত লাল বলের ক্রিকেটে ২৮ টা সেঞ্চুরির মধ্যে ১৪ টা তিনি পেয়েছেন বিদেশের মাটিতে। তবে ঘরের মাটিতে ৬০.০৬ গড়ে ব্যাট করা কোহলি বিদেশের মাঠে ব্যাট করেছেন ৪১.২৯ গড়ে।

  • বীরেন্দ্র শেবাগ

বীরেন্দ্র শেবাগ মানেই যেন বাইশ গজের আগ্রাসী ব্যাটিংয়ের নিশ্চিত চিত্রায়ন। নিজের ক্রিকেট ক্যারিয়ারটা সাজিয়েছেনও সেভাবেই। ওয়ানডে কি টেস্ট, ফরম্যাট যেটাই হোক, বোলারদের তোয়াক্কা করেননি। টেস্ট ক্রিকেট ৮২ ব্যাটিং স্ট্রাইকরেট তাঁর স্বপক্ষে সেই প্রমাণই দেয়।

তবে আগ্রাসী ব্যাটিং করলেও টেস্ট ক্রিকেটে দুটো ত্রিপল সেঞ্চুরি রয়েছে তাঁর। যে কীর্তি তিনি বাদে আর ক্রিস গেইলেরই শুধু আছে। ভারতের হয়ে বিদেশের মাটিতেও এমন আগ্রাসী ব্যাটিংয়ের নমুনা বহুবার দেখিয়েছেন শেবাগ। টেস্ট ক্যারিয়ারে ২৩ সেঞ্চুরির ১০ টা পেয়েছেন বিদেশের মাটিতে। যা ভারতীয়দের মধ্যে পঞ্চম সর্বোচ্চ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...