এম এস ধোনি, ওল্ড ইজ গোল্ড

ক্ষিপ্র উইকেটকিপিং, ক্ষুরধার মস্তিষ্ক এবং ঝড়ো ফিনিশিং - এই তিন মিলেই মহেন্দ্র সিং ধোনি। সময় যত গড়াচ্ছে পুরনো ওয়াইনের মতোই যেন সুস্বাদু হচ্ছেন মাহি। বয়সটা চল্লিশ পেরোলেও এখনো আগের সেই ধোনি যেন ফিরে আসেন বারবারই। 

ক্ষীপ্র উইকেটকিপিং, ক্ষুরধার মস্তিষ্ক এবং ঝড়ো ফিনিশিং – এই তিন মিলেই মহেন্দ্র সিং ধোনি। সময় যত গড়াচ্ছে পুরনো ওয়াইনের মতোই যেন সুস্বাদু হচ্ছেন মাহি। বয়সটা চল্লিশ পেরোলেও এখনো আগের সেই ধোনি যেন ফিরে আসেন বারবারই। 

ঝাড়খন্ডের ছোট্ট এক শহর থেকে উঠে এসে পুরো ভারতকেই যেন এক সুতোয় গেঁথেছিলেন। জাতীয় দল কিংবা চেন্নাই সুপার কিংস, অধিনায়ক হিসেবে সম্ভাব্য সকল ট্রফিই জিতেছেন। পুরো এক দশক যেন ধোনিতেই বুঁদ হয়ে ছিল গোটা ভারত।

কখনো উইকেটের পেছন থেকে মুগ্ধতা ছড়িয়েছেন আবার কখনো বুদ্ধিদীপ্ত এক সিদ্ধান্তেই বদলে দিয়েছেন ম্যাচের চিত্রনাট্য। সময় গড়িয়েছে, ধোনি অধিনায়কত্ব তুলে দিয়েছেন উত্তরসূরির হাতে। যে কোনো স্মরণীয় অধ্যায়েরই তো ইতি আছে।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মার্টিন গাপটিলের অনবদ্য এক থ্রোয়ে ইতি ঘটেছে ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারের। ক্রিকেট বিধাতা যেন ইচ্ছে করেই চাননি নিজের শেষ ইনিংসে কোনো বোলার আউট করুক এই তারকাকে। সব চাপ ঝেড়ে ধোনি এরপর ফিরেছিলেন আপন ডেরায়, চেন্নাই সুপার কিংসে। 

আইপিএলের দলটাকে নিজের হাতে গড়ে তুলেছিলেন। চারবার চ্যাম্পিয়ন তো বটেই ফাইনালে তুলেছেন আরো আটবার। মাঝে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে চেন্নাই ছিল না, ধোনিও ছিলেন নিজের ছায়া হয়ে। এরপর চেন্নাই ফিরলো, ধোনিও ফিরলেন আপন ছন্দে। প্রত্যাবর্তনের প্রথম মৌসুমেই শিরোপা জিতে ধোনি এবং চেন্নাই দুজনেই যেন জানান দিলেন ফুরিয়ে যাবার পাত্র তাঁরা নন। 

গত মৌসুমে ভেবেছিলেন নেতৃত্বের ব্যাটনটা ছেড়ে দেবেন। রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব পেলেন বটে, কিন্তু তাঁর মাঝে ঠিক ক্যারিশমা খুঁজে পেল না চেন্নাই। ফলাফল মৌসুমের মাঝপথে আবার সেই পুরনো সেনানীতে আস্থা। এবারের মৌসুমেও চোটজর্জর চেন্নাইকে টানছেন কি দারুণভাবে!

মাঝে কিছুদিন ব্যাটে রান পাননি, সমালোচকরা যেন হালে পানি পেয়েছিলেন। ধোনি বয়সের ভারে ন্যুব্জ, হারিয়ে গেছেন, ফুরিয়ে গেছেন ধোনি আরো কত কি! এই তারকার তাতে থোড়াই কেয়ার। চেন্নাস্বামীর দর্শকরা কিন্তু আস্থা হারাননি, তাঁরা ভরসা রেখেছেন থালা ফিরবেন। সেই কথা তিনি রেখেছেন।

ধোনি ফিরেছেন, দলের প্রয়োজনে নিজেকে আট নম্বরে পাঠিয়েছেন। ইনিংসের শেষদিকের সেই চিরায়ত ধোনি স্টাইলে ব্যাট করছেন। ফিনিশার হিসেবে তিনিই যে শেষ কথা সেই প্রমাণ রেখে চলেছেন প্রতিনিয়ত। তিন বলে ১২ কিংবা ১৭ বলে ৩২ রানের ইনিংসগুলো জানান দিয়ে যায় বয়সটা চল্লিশের কোটা পেরোলেও ধোনির ক্যারিশমা বিন্দুমাত্র কমেনি। 

এবারের মৌসুম দিয়েই চেন্নাইকে বিদায় জানাবেন ধোনি। ক্যারিয়ারের শেষবেলাতেও দলটাকে একাই টানছেন আপন মহিমায়। নিজের শেষ আইপিএলে শিরোপা জিতেই রূপকথার গল্পটার ইতি টানতে চাইবেন ধোনি।  

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...