এনসিএল ফাইনালে মুগ্ধতা ছড়াচ্ছেন মুগ্ধ

দুই ওভারে ছয় রান খরচায় নিয়েছেন তিন উইকেট। নিজের প্রথম স্পেলে বল করেছেন ১২ টা, এরমধ্যে ডটই ১০টা। গতি, লাইন, লেন্থ, সুইং কোনটাতেই সেরাটা দিতে একটুও কার্পণ্য করেনি তিনি।

মকিদুল ইসলাম মুগ্ধের পেস তান্ডবে লণ্ডভণ্ড ঢাকা মেট্রোর ব্যাটিং লাইনআপ। এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে একাই ধসিয়ে দিলেন ঢাকা মেট্রোকে। দুই ওভারে ছয় রান খরচায় নিয়েছেন তিন উইকেট। নিজের প্রথম স্পেলে বল করেছেন ১২ টা, এরমধ্যে ডটই ১০টা। গতি, লাইন, লেন্থ, সুইং কোনটাতেই সেরাটা দিতে একটুও কার্পণ্য করেনি তিনি।

টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। অধিনায়ক আকবর আলীর ভরসার পূর্ণ প্রতিদানই দিয়েছেন মুগ্ধ। ইনিংসের প্রথম বলেই ডিপ কাভারে ক্যাচ তুলে দিয়েছিলেন ইমরানুজ্জামান। তবে ফিল্ডার তা লুফে নিতে না পারায় উইকেটের জন্য অপেক্ষা করতে হল তাকে আরও দুইটি বল। তিন নম্বর বলেই কাভারে আরিফ আহমেদের বিশ্বস্ত তালুতে বন্দী করে ইমরানুজ্জামানকে সাজঘরে পাঠান তিনি।

দ্বিতীয় ওভারে আনিসুল ইসলামের যেন নাভিশ্বাস তুলে নিলেন তিনি। ওভারের চর্তুথ বলে বোল্ড আউট হয়েই যেন স্বস্তির নিশ্বাস ছাড়লেন তিনি সাজঘরে ফিরতে ফিরতে। এরপরে ক্রিজে এসেই প্রথম বলেই ক্যাচ আউট আমিনুল ইসলাম বিপ্লব।

গুড লেন্থের সুইং করা বলটা না বুঝেই ব্যাটার কানায় লাগিয়ে সেকেন্ড স্লিপে ক্যাচ তুলে সাজ ঘরের পথ ধরলেন তিনিও। এতেই ব্যাটিং পাওয়ার প্লে শেষে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ঢাকা মেট্রো।

চলতি এনসিএল টি-টোয়েন্টিতে হয়েছে রীতিমতো রান বন্যা। সেখানে ফাইনালে ব্যাটাররা ক্রিজে ঠিকমতো থিতু হবার আগেই পেস ঝড়ে একাই উড়িয়ে দিলেন মকিদুল ইসলাম মুগ্ধ।

জাতীয় ক্রিকেট লিগ থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি। চলতি এনসিএল টি-টোয়েন্টিতেই ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন ১৩ উইকেট। মাঝের দুই ম্যাচে উইকেট শূন্য থাকলে নিজের সবটুকু উজড়ে দিলেন ফাইনালে। একাই মুগ্ধতা ছড়িয়ে হয়ত উড়িয়ে দিলেন ঢাকা মেট্রোর ট্রফি জয়ের স্বপ্নটা।

Share via
Copy link