ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপ পর্বে নিজেদের ১২ তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে নবম জয় তুলে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। আর টুর্নামেন্টে সপ্তম বারের মত হেরে শেষ চারের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেল মুম্বাই। শেষ চার নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
তবে ১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লিকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার পৃথ্বী শ এবং শেখর ধাওয়ান। দলীয় ১৫ রানের ভিতর বিদায় নেন দুই ওপেনার। ৭ বলে ৮ রান করে ধাওয়ান রান আউটের ফাঁদে পড়ার পর ক্রুনাল পান্ডিয়ার প্রথম শিকার হয়ে ৭ বলে ৮ রান করে ফিরে যান পৃথ্বী।
দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে এসে দলের হাল ধরতে পারেননি স্টিভেন স্মিথও। কুল্টার নাইলের দারুণ এক ডেলিভারিতে লাইন মিস করে বোল্ড হয়ে যান স্মিথ। ৮ বলে ৯ রান আসে তাঁর ব্যাট থেকে। স্মিথের বিদায়ের পর উইকেটে থিতু হয়েও বেশিক্ষণ থাকতে পারেননি ঋষাভ পান্ত।
জয়ন্ত যাদবের প্রথম শিকার হয়ে ২২ বলে ২৬ রান করে ফিরে যান দিল্লীর অধিনায়ক। এরপর অক্ষর প্যাটেল (৯) ও শিমরন হিটমায়ার (১৫) ফিরে গেলে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লী। তখনো তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১ বলে ৩৭ রান।
এরপর শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে জয় নিশ্চিত করে দিল্লি। আইয়ার অপরাজিত থাকেন ৩৩ বলে ৩৩ রান করে এবং অশ্বিন অপরাজিত থাকেন ২১ বলে ২০ রান করে। মুম্বাইয়ের বোলারদের ভিতর একটি করে উইকেট শিকার করেন জয়ন্ত যাদব, কুনাল পান্ডিয়া, টেন্ট্র বোর্ড, জাসপ্রিত বুমরাহ ও কুল্টার নাইল।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভাঙে মুম্বাইয়ের। ১০ বলে ৭ রান করে আভিষ খানের প্রথম শিকার হয়ে ফিরে যান রোহিত শর্মা। ৮ রানে প্রথম উইকেট হারানো মুম্বাই আরেক ওপেনার কুইন্টন ডি কককে হারায় দলীয় ৩৭ রানে।
অক্ষর প্যাটেলের প্রথম শিকার হয়ে ডি কক বিদায় নেন ১৮ বলে ১৯ রান করে। এরপর তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন সৌরভ তিওয়ারি ও সুরিয়াকুমার যাদব। কিন্তু এই জুটি বেশি বড় হতে দেননি অক্ষর প্যাটেল। ২৬ বলে ৩৩ রান করা যাদবকে ফিরিয়ে দিয়ে ৩১ রানের জুটি ভাঙেন এই স্পিনার।
এরপর প্যাটেলের তৃতীয় আঘাতে ১৮ বলে ১৫ রান করা সৌরভ ফিরে গেলে ৮০ রানে ৩ উইকেট হারানো মু্ম্বাই আর ম্যাচেই ফিরতে পারেনি। ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরতে পারেননি কেউই। একে একে ফিরে যান কাইরন পোলার্ড (৬) হার্দিক পান্ডিয়া (১৭) ও নাথান কোল্টার নাইল (১)।
১১১ রানে ৭ উইকেট হারানো মুম্বাই শেষের দিকে ক্রুনাল পান্ডিয়ার ১৫ বলে ১৩ রান ও জয়ন্ত যাদবের ৪ বলে ১১ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দিল্লির বোলারদের ভিতর তিনটি করে উইকেট শিকার করেন আভিষ খান ও অক্ষর প্যাটেল।
- সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ান্স: ১২৯/৮ (ওভার: ২০; ডি কক- ১৯, শর্মা- ৭, যাদব- ৩৩, সৌরভ- ১৫, হার্দিক- ২৭, কুনাল- ১৩*, যাদব- ১১*) (প্যাটেল- ৪-০-২১-৩, আভিষ- ৪-০-১৫-৩)
দিল্লি ক্যাপিটালস: ১৩২/৬ (ওভার: ১৯.১; পৃথ্বী- ৬, ধাওয়ান- ৮, স্মিথ- ৯, পান্ত- ২৬, প্যাটেল- ৯, হিটমায়ার- ১৫, আইয়ার- ৩৩*, অশ্বিন- ২১*) (যাদব- ৪-০-৩১-১, বুমরাহ- ৪-০-২৯-১)
ফলাফল: দিল্লী ক্যাপিটালস ৪ উইকেটে জয়ী।