মুশফিকুর রহিম, মিস্টার সিক্সার

আন্তর্জাতিক ময়দানে টি-টোয়েন্টি ফরম্যাটটিকে বিদায় দিলেও ফর্মে খুব একটা মরচে ধরেনি ‍মুশফিকুর রহিমের। সেই প্রমাণ পাওয়া গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

আন্তর্জাতিক ময়দানে টি-টোয়েন্টি ফরম্যাটটিকে বিদায় দিলেও ফর্মে খুব একটা মরচে ধরেনি ‍মুশফিকুর রহিমের। সেই প্রমাণ পাওয়া গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

তামিম ইকবালের পর দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন মিডল অর্ডার এই ব্যাটার। চলমান বিপিএলে ৩৫তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এই মাইলফলকে পৌঁছান ফরচুন বরিশালের হয়ে খেলতে নামা মুশফিক।

এ ম্যাচে তিনটি করে চার-ছক্কায় ৩২ বলে ৫২ রান করেন তিনি। এই ইনিংসের সুবাদে বিপিএলের ইতিহাসে তৃতীয় ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১০০ ছক্কার মালিক হন মুশফিক।

মুশফিকের আগে বিপিএলে ১শ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও তামিম। এবারের আসরে বরিশালের হয়েই খেলছেন তামিম। গত ১৪ ফেব্রুয়ারিতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে সাতটি চার ও চারটি ছক্কায় ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলার পথে বিপিএলে ১০০ টি ওভার বাউন্ডারি পূর্ণ করেন তামিম।

৫২ ম্যাচের ৫২ ইনিংসে বিপিএলে সর্বোচ্চ ১৪৩ ছক্কার মালিক গেইল। ৯৮ ম্যাচের ৯৭ ইনিংসে ১০৩ ছক্কায় এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন তামিম। ১১৫ ইনিংসে ১০০ ছক্কা নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন মুশফিক।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...