ওয়াসিম-ওয়াকারদের বিরুদ্ধে রেগে লাল মুশতাক

অবিশ্বাস্য শোনালেও সত্যি, মুশতাক আহমেদ নিজেই আইনের আশ্রয় নিতে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, দুই কিংবদন্তি পেসারের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। ওয়াসিমের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে পনেরো কোটি রুপি এবং ওয়াকারের কাছ থেকে বিশ কোটি রুপি চাইবেন - ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এসব সরাসরি বলেছেন সাবেক এই স্পিনার।

ঘরের শত্রু বিভীষণ, মুশতাক আহমেদের জন্য অবশ্য শত্রু হয়ে দাঁড়িয়েছে তাঁরই এককালের সতীর্থ ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস। সমালোচনা করতে গিয়ে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে বসেছেন তাঁরা দু’জন, সেই ঘটনা এবার গড়িয়েছে আইনের দুয়ার পর্যন্ত।

অবিশ্বাস্য শোনালেও সত্যি, মুশতাক আহমেদ নিজেই আইনের আশ্রয় নিতে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, দুই কিংবদন্তি পেসারের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। ওয়াসিমের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে পনেরো কোটি রুপি এবং ওয়াকারের কাছ থেকে বিশ কোটি রুপি চাইবেন – ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এসব সরাসরি বলেছেন সাবেক এই স্পিনার।

গত কয়েক বছর ধরেই পাকিস্তানের ক্রিকেটাররা নিয়মিত সময় দেন ক্রিকেটীয় অনুষ্ঠানে। সেখানে বিভিন্ন ইস্যুতে মতামত দেয়া থেকে শুরু করে আলোচনা-সমালোচনা চলে পুরোদমে। এমনি একটা অনুষ্ঠানে মুশতাককে খোঁচা দিয়ে বসেছিলেন তাঁরা।

মুশতাকের কোচিংয়ের সমালোচনা করতে গিয়ে একটু বেশিই আক্রমনাত্বক হয়ে গিয়েছিলেন দু’জনে। আবার তাঁর শারিরীক উচ্চতা নিয়েও মজা করেছেন। সেটাই বিপদে ফেলে দিলো তাঁদের, শীঘ্রই হয়তো আদালতের মুখোমুখি হতে হবে। মুশতাক আহমেদ নিশ্চিত করেছেন তাঁর লিগ্যাল টিন ইতোমধ্যে কাজ শুরু করেছে, দ্রুত সময়ের মধ্যে আইনি নোটিশ পাঠানো হবে বিবাদীদের ঠিকানায়৷

ওয়াকার ইউনুস অবশ্য বিপদ বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন সতীর্থের কাছে। তাঁর দাবি, তাঁকে জেলে পাঠালেও বিশ কোটি রুপি দেয়া সম্ভব নয়, এই পরিমাণ অর্থ তাঁর কখনোই ছিল না। এছাড়া তিনি জানান প্রোগ্রাম জনপ্রিয় করতেই এসব বলেছেন, ব্যক্তিগত কোন ক্ষোভ ছিল না।

যদিও ওয়াসিম আকরাম হাঁটছেন ভিন্ন পথে, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইনি উপায়েই মুশতাকের বিপক্ষে লড়বেন তিনি। এখন দেখার বিষয়, কোথাকার জল কোথায় গড়ায়।

Share via
Copy link