ডিপিএল থেকে বিপিএল। ঘরোয়া ক্রিকেট মানেই যেন নাইম শেখের ব্যাটে রানের ফুলঝুরি। ডিপিএলের সবশেষ আসরের সেরা ব্যাটার এবার বিপিএলেও দেখালেন দাপট। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হাঁকালেন দুর্দান্ত এক ফিফটি। আর তাতেই বিপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম দলকে ধরাশায়ী করলো তাঁর দল দুর্দান্ত ঢাকা।
লক্ষ্য ছিল হাতের নাগালেই। তবে মিরপুরের রহস্যময় পিচ বলে কথা। কুমিল্লার দেওয়া ১৪৪ রানের লক্ষ্যও ব্যাটারদের জন্য হয়ে উঠতে পারে নাভিশ্বাসের কারণ। এমন এক শঙ্কা নিয়েই মাঠে নেমেছিলেন নাইম শেখ। তবে শঙ্কা উড়িয়ে দুরন্ত শুরু নাইমের। ফোর্ডের বলে চার মেরে শুরু। এরপর মুশফিকের করা এক ওভারেই হাঁকান ২ ছক্কা ও চার।
আর এতেই ঝড়ো শুরু পেয়ে যায় ঢাকা। নাইম শেখ এরপর সেই রানগতি ধরে রেখেছিলেন আগের মতোই। রোস্টন চেজ মাঝের এক ওভারে ভুগিয়েছিলেন বটে। তবে ক্যারিবিয়ান এ স্পিনারকেই পরের ওভারেই হাঁকান বিশাল এক ছক্কা। আর এতেই পাওয়ার প্লে-এর ৬ ওভারে ৫৬ রান তুলে ফেলে ঢাকা। যার মধ্যে মাত্র ২৩ বলেও ৪০ রানে পৌঁছে যান নাইম শেখ।
তবে হঠাতই ক্র্যাম্পিংয়ে পড়েন এ ব্যাটার। আর তাতেই ছন্দচ্যুতি ঘটে এ ব্যাটারের। অর্ধশতক পূরণ করতে শেষ ১০ রান করতে তিনি হজম করেন ১৫ টি বলে। আর ফিফটি পূরণের পর ইনিংসও বড় করতে পারেননি নাইম। ৩ চার আর ৩ ছক্কায় ৪০ বলে ৫২ রান করে বিদায় নেন এ ওপেনার। তবে গুনাথিলাকার সাথে তাঁর গড়া ১০১ রানের জুটি ঠিকই জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল।
তবে নাইম শেখের উইকেট হারানোর পরই ম্যাচ ফসকে বেরিয়ে যেতে বসেছিল ঢাকার হাত থেকে। সহজ ম্যাচ রূপ নিয়েছিল চরম কাঠিন্যতায়। তবে শেষ ওভারে ঠিকই ম্যাচের ভাগ্য নিজেদের করে নেয় ঢাকা। ইরফান শুক্কুর আর মোসাদ্দেক হোসেন সৈকত বৃথা যেতে দেয়নি নাইম শেখের ফিফটি। তিন বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় দুর্দান্ত ঢাকা।