বিশ্বকাপের দল গোছাচ্ছেন নান্নু

দুয়ারে ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ অনেক দিন হল বেশ শক্তিশালী। আর ভারতের কন্ডিশন বিবেচনা তামিম ইকবালের দলের যথেষ্ট সুযোগও আছে। সেই সুযোগ সামনে রেখে বিশ্বকাপের দল গোছাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। তবে, শুধু ওয়ানডে বিশ্বকাপই নয় - এখন থেকেই আসছে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে বিসিবির ভাবনায়।

দুয়ারে ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ অনেক দিন হল বেশ শক্তিশালী। আর ভারতের কন্ডিশন বিবেচনা তামিম ইকবালের দলের যথেষ্ট সুযোগও আছে। সেই সুযোগ সামনে রেখে বিশ্বকাপের দল গোছাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।  তবে, শুধু ওয়ানডে বিশ্বকাপই নয় – এখন থেকেই আসছে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে বিসিবির ভাবনায়।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তেমনই জানালেন। তাঁর দাবি ২২-২৪ জনের একজন পুল গঠন করে টি-টোয়েন্টিতে এগোচ্ছে বিসিবির নির্বাচক প্যানেল। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার পর নিজেদের টি-টোয়েন্টি পরিকল্পনা খোলাসা করেন নান্নু।

তিনি ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল নিয়ে বলেন, ‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি। আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে আগাব। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।’

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা দলে চমক মোট পাঁচটা। প্রথমবার দলে জায়গা পেলেন তৌহিদ হৃদয়, তানভির ইসলাম ও রেজাউর রহমান রাজা। সেই ২০২১ সালের পাকিস্তান সিরিজের পর আবারও জাতীয় দলে ফিরেছেন শামিম হোসেন পাটোয়ারি। আর আট বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদার। যদিও, তাঁর বয়স এখন ৩২।

নান্নু এখানে বয়সটাকে বড় করে দেখতে চাচ্ছেন না। তিনি বলেন, ‘বয়স কোনো বিষয় নয়, এখানে মূল ব্যাপার হচ্ছে ফিটনেস। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন। আন্তর্জাতিক ক্রিকেটে এতবেশি ম্যাচ হয়, প্রতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থাকে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটও আছে। তাই ফিটনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। যে বয়স কোন বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

এতগুলো চমকের কারণেই কি না দলে এক গাদা রদবদল হয়েছে। ১৫ জনের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও সৌম্য সরকার। যদিও, বিপিএলে ব্যাটে-বলে উজ্জ্বল থাকা নাসির হোসেন জায়গা পাননি টি-টোয়েন্টি দলে। এখানে নাসিরের ফিটনেস একটা ইস্যু।

নান্নু বলেন, ‘অনেক কিছু ব্যাপারেই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যে কোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...