নিজেকে সফল ভাবছেন না নাসুম

নাসুম শুরুটা করেছিলেন নিজের প্রথম ওভারেই ফিন অ্যালেনকে বোল্ড করে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই উইকেট পেয়ে আত্নবিশ্বাসী এই স্পিনার পরের ওভারেই তুলে নেন বিপদজনক হয়ে যাওয়া মার্টিন গাপটিলের উইকেট। এমন স্বপ্নের মতো অভিষেক হওয়ার পরেও নিজকে সফল বোলার ভাবতে নারাজ নাসুম আহমেদ।

ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও নিউজিল্যান্ডের সাথে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ হারলেও অভিষেকেই বল হাতে আলো ছড়িয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

নাসুম শুরুটা করেছিলেন নিজের প্রথম ওভারেই ফিন অ্যালেনকে বোল্ড করে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই উইকেট পেয়ে আত্নবিশ্বাসী এই স্পিনার পরের ওভারেই তুলে নেন বিপদজনক হয়ে যাওয়া মার্টিন গাপটিলের উইকেট। এমন স্বপ্নের মতো অভিষেক হওয়ার পরেও নিজকে সফল বোলার ভাবতে নারাজ নাসুম আহমেদ।

এই বাঁহাতি স্পিনার মনে করেন তাঁর বোলিং আরো একটু ভালো হতেই পারতো। ম্যাকলিন পার্ক, নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে এক ভিডিও বার্তায় এই স্পিনার জানিয়েছেন আরো ১০ রান কম দিতে পারলে ভালো হতো।

নাসুম বলেন, ‘ডেব্যু ম্যাচে আসলে বোলিংটা যে রকম শুরু করার কথা ও রকম হয় নাই। তার পরেও আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। আরো একটু ভালো হতে পারত আমার কাছে মনে হয়। সফল বোলার বলতে ৪ ওভারে ৩০ রান দিয়েছি। এখানে ৪ ওভারে যদি ২২ বা ২৫ রান হতো তাহলে মনে করতাম সফল। আসলে আমি খুশি না। আমি ১০ রান কম দিতে পারলে আরো একটু বেটার হতো।

ভাগ্য পাশে থাকলে হয়তো নাসুম আহমেদের এই প্রত্যাশাও পূরণ হয়ে যেতো। তিন ওভার শেষে নাসুমের নামের পাশে ছিলো ২০ রান দিয়ে ২ উইকেট। নাসুমের শেষ ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দেন ডেভন কনওয়ে। সেই ক্যাচ ধরে বাউন্ডারি লাইনে পা লাগিয়ে উল্টো ছয় বানিয়ে দেন শরিফুল ইসলাম।

ঐ সময় উইকেটে থিতু হয়ে যাওয়া কনওয়ে অপরাজিত ছিলেন ৪৭ রানে। জীবন ফিরে পেয়ে হাফসেঞ্চুরি করা কনওয়ে এরপর বাংলাদেশি বোলরদের উপর তান্ডব চালিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫২ বলে ৯২ রান করে। নাসুম আহমেদ মনে করেন ওখানেই অনেকটা পিছিয়ে গিয়েছিলো বাংলাদেশ।

হতাশ নাসুম আক্ষেপ করে এ প্রসঙ্গে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ঐ একটা ক্যাচ। ঐ সময় কনওয়ের রান ৪৭ ছিল। এরপর করলো ৯২। ঐ ক্যাচটা হলে হয়তোবা আরও ২০টা রান কম থাকত। ঐ জায়গায় আমরা একটু পিছিয়ে গেছি।’

আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাকলিন পার্ক, নেপিয়ারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।  দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ইডেন পার্ক, অকল্যান্ডে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...