মুগ্ধ-সোহাগের ৬ উইকেট

তুষারের ১৩৬ বলে ১১৬ রানের দারুণ ইনিংসের পরেও মকিদুল ইসলাম মুগ্ধর বোলিং তোপে মাত্র ২২১ রানেই গুটিয়ে গেছে খুলনা বিভাগ। ১৩.২ ওভারে ৬৪ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে রংপুর বিভাগ।

২০০০-০১ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিলো তুষার ইমরানের। এরপর গত দুই দশক ধরে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ গুলোর একটি তুষার ইমরান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিংয়ের প্রায় সব গুলো রেকর্ডই দখলে নিয়ে ১২০০০ রানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

তবে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিলেও জাতীয় দলে থিতু হতে পারেননি তুষার ইমরান। দেশের হয়ে ৪১ টি ওয়ানডের সাথে মাত্র ৫ টি টেস্ট খেলার সুযোগ হয়েছিলো তাঁর। দেশের জার্সিতে সর্বশেষ ২০০৭ সালে মাঠে নামলেও ঘরোয়া ক্রিকেটে এখনো নিয়মিত রান করে যাচ্ছেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম রাউন্ডে দূর্ভাগ্যজনক ভাবে ৯৯ রানে আউট হলেও দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনই রংপুর বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ৩২ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তুষার ইমরান।

তবে তুষারের ১৩৬ বলে ১১৬ রানের দারুণ ইনিংসের পরেও মকিদুল ইসলাম মুগ্ধর বোলিং তোপে মাত্র ২২১ রানেই গুটিয়ে গেছে খুলনা বিভাগ। ১৩.২ ওভারে ৬৪ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে রংপুর বিভাগ। তানভির হায়দার ২৯ রানে ও নাসির হোসেন ১৯ রানে অপরাজিত রয়েছেন।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে জাকির হাসানের সেঞ্চুরিতে ঢাকা বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে সিলেট বিভাগ। দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে সিলেট বিভাগ।

জাকির হাসানের ব্যাট থেকে এসেছে ২২৮ বলে ১৭ টি চার ২ টি ছয়ের সাহায্যে ১৫৯ রান। এছাড়া জাকির আলী করেছেন ৬৭ রান। ঢাকা বিভাগের হয়ে শুভাগত হোম ৩ টি ও সুমন খান শিকার করেছেন ২ টি উইকেট।

বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে তাইজুল ইসলাম ও সানজামুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে মাত্র ৮২ রানে গুটিয়ে গেছে বরিশাল বিভাগ। এই দুই স্পিনারই শিকার করেছেন ৪ টি করে উইকেট। তবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব বেশী সুবিধা করতে পারেনি রাজশাহী বিভাগও।

সোহাগ গাজির বোলিং তান্ডবে রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৫১ রানে। ৬৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন এই স্পিনার। ৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ১ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করেছে বরিশাল বিভাগ।

কক্সবাজারে দিনের অপর ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে পিনাক ঘোষের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়তে যাচ্ছে চট্টগ্রাম বিভাগ। দিন শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম বিভাগ। পিনাক ঘোষ ১৩৭ রানে ও শাহাদাত হোসেন ৩২ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে এসেছে ৪৯ রান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...