বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা থেকে এল নতুন সিদ্ধান্ত। সভায় স্থানীয় ক্রিকেট ব্যবস্থা, প্রান্তিক পর্যায়ে মাঠের উন্নয়ন, নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, এশিয়া কাপসহ আলোচনা হয়েছে ‘বিসিবি টিভি’ নিয়েও। দীর্ঘদিন ধরেই নিজস্ব টিভি চ্যানেল নিয়ে আসার পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন হয়নি।
তবে অবশেষে নিজস্ব টেলিভিশন প্ল্যাটফরম তৈরির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সভা শেষে গণমাধ্যমে এই নিয়ে বিস্তারিত কথা বলেন সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘আমরা ঘরোয়া ক্রিকেট সম্প্রচার করতে চাই। কিন্তু কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায় না। শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতেও অনেক ডমেস্টিক ক্রিকেট দেখানো হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে ঐ ভাবে কোনো আগ্রহী প্রতিষ্ঠান পাই না। তাই আমরা নিজেরাই বিসিবি টিভি লঞ্চ করবো। সব কিছু ঠিক থাকলে খেলা দেখা নিয়ে আর কোনো সমস্যা হবে না।’
বিসিবির এই সভায় এ ছাড়া বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিবি সভাপতির ভাষ্যমতে, এরই মধ্যে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ শুরুর সময়ও নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে খেলার জন্য বেশ কিছু মাঠ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তাছাড়া, প্রান্তিক পর্যায়ে ক্রিকেটকে বিকেন্দ্রিকরণের কথা বলেছেন নাজমুল হাসান পাপন।
সম্প্রতি পাকিস্তানের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে একটি সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান। সে ক্ষেত্রে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশকে নিয়ে দ্বিপাক্ষিক অথবা অন্য আরেকটি দেশ নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পান নি বলেই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এ নিয়ে তিনি বলেন, ‘ওরা আমাদের এখন পর্যন্ত অফিশিয়ালি কিছু জানায়নি। জানালে বলতে পারব।’
পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ। তবে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘দুই/একদিনের মধ্যেই এসিসি থেকে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত পাবেন। তবে এশিয়া কাপ যে হাইব্রিড মডেলেই হচ্ছে, তা নিশ্চিত।’
বাংলাদেশ ক্রিকেটে পুরুষ ক্রিকেটারের চেয়ে নারী ক্রিকেটারের বেতন বেশ কম। তবে এবার কিছুটা বেতন বৈষম্য কমছে। বোর্ড সভার পর নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৬ ক্রিকেটারের নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ ১ লাখ টাকা পাবেন এ ক্যাটাগরির ক্রিকেটার। যাদের এর আগে বেতন ছিল ৮০ হাজার থাকা। ছাড়া যাদের বেতন আগে ৩৫ হাজার ছিল তাদের বেতন বাড়িয়ে করা হয়েছে ৫০হাজার টাকা।