ভিনিসিয়াস এখন ‘নাম্বার সেভেন’

তবে কি দুর্দান্ত ভাবেই না ফিরে এসেছেন ভিনিসিয়াস। হাস্যরসের বিষয়বস্তু থেকে রিয়াল মাদ্রিদের আক্রমণ গড়ে ওঠার কেন্দ্র এখন এই ভিনিসিয়াস। করিম বেনজেমার বিদায়ের পর সামনের মৌসুম থেকে রিয়ালের আক্রমণভাগের নেতৃত্ব যে ভিনিসিয়াসই দেবেন সেটি আর বলার অপেক্ষা রাখে না।

কিশোর হিসেবে স্বপ্নের ক্লাব সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদে আসার পর প্রথম মৌসুমটা রীতিমতো যাচ্ছেতাই কেটেছিলো ভিনিসিয়াসের। একের পর এক সুযোগ মিস আর মাঠে গড়পরতা পারফরম্যান্সে সমর্থকদের হাস্যরসের খোড়াক হয়ে উঠেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তবে কি দুর্দান্ত ভাবেই না ফিরে এসেছেন ভিনিসিয়াস। হাস্যরসের বিষয়বস্তু থেকে রিয়াল মাদ্রিদের আক্রমণ গড়ে ওঠার কেন্দ্র এখন এই ভিনিসিয়াস। করিম বেনজেমার বিদায়ের পর সামনের মৌসুম থেকে রিয়ালের আক্রমণভাগের নেতৃত্ব যে ভিনিসিয়াসই দেবেন সেটি আর বলার অপেক্ষা রাখে না।

রিয়ালকে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগ জেতানো সহ রিয়ালের প্রতিটি জয়েই অবদান রাখছেন ভিনি। বেনজেমাদের রিয়াল ছাড়ার পর তাই তরুণদের ওপর আগামীর রিয়ালের দায়িত্ব অর্পন করতে যাচ্ছে রিয়াল ম্যানেজমেন্ট।

গত দুই মৌসুমের দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ ভিনিসিয়াসকে এবার রিয়ালের বিখ্যাত সাত নম্বর জার্সি তুলে দেয়া হচ্ছে সামনের মৌসুমে। রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সির ওজনটাও বেশ। এর আগে এই বিখ্যাত সাদা সাত নম্বর জার্সি গায়ে জড়িয়েছেন আমানসিও, রাউল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মত কিংবদন্তিরা।

বর্তমানে রিয়ালের সাত নম্বর জার্সির মালিক এডেন হ্যাজার্ড। ২০১৮ সালে রিয়ালে আসার পর থেকে ইনজুরি আর অফফর্ম মিলিয়ে বিভীষিকাময় এক অধ্যায় কাটছে হ্যাজার্ডের। তাই এই বছরেই হ্যাজার্ডের ক্লাব ছাড়ার গুঞ্জনও প্রবল।

এছাড়াও রিয়ালের আরেক ব্রাজিলিয়ান স্টারবয় রদ্রিগোকেও ১১ নম্বর জার্সি তুলে দেয়া হচ্ছে। ২০২২ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়ালের প্রত্যাবর্তনের রূপকথা লেখা রদ্রিগোকে ২১ নম্বরের বদলে ১১ নম্বর জার্সি দিয়ে রিয়ালের আক্রমণভাগে তাঁর গুরুত্বকেই অনেকটা স্বীকৃতি দিচ্ছে মাদ্রিদ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...