Social Media

Light
Dark

ইংল্যান্ডের সম্পদশালী ১০ ক্লাব

বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। অর্থের কমতি না থাকায় ইপিএলের দলগুলোর মাঝে শক্তিমত্তার ব্যবধান খুবই কম। আসুন দেখে নেয়া যাক স্কোয়াডের খেলোয়াড়দের মোট ভিত্তিমূল্যের ভিত্তিতে সেরা দশ দল।  

  • অ্যাস্টন ভিলা – ৪৩৭ মিলিয়ন ইউরো

২০২১-২২ মৌসুমে দারুণ পারফর্ম করে সবাইকে চমকে দিয়েছিল অ্যাস্টন ভিলা। মাত্র দুই মৌসুম আগে চ্যাম্পিয়নশীপ থেকে প্রিমিয়ার লিগে ফেরা দলটা যেন বদলে গিয়েছিল পরশ পাথরের ছোঁয়ায়। প্রতি মৌসুমেই পয়েন্ট তালিকায় উন্নতি ঘটছে দলটির। অ্যাস্টন ভিলার স্কোয়াডের সর্বমোট মূল্য গিয়ে দাঁড়ায় ৪৩৭ মিলিয়ন ইউরোতে। 

ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে আসার পর থেকে নিজেদের পুরনো প্রথা ভেঙে দলবদলের বাজারে নতুন কৌশল অবলম্বন করেছে দলটি। ফিলিপে কৌতিনহো, এমিলিয়ানো মার্টিনেজদের মতো অভিজ্ঞ ফুটবলারদের দলে ভেড়ানোর পাশাপাশি ক্রমশই প্রস্ফুটিত হচ্ছেন ওলি ওয়াটকিন্স, লিওন বেইলি, এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো তরুণ প্রতিভারা। ভারসাম্যপূর্ণ এক দল নিয়ে পয়েন্ট তালিকার মাঝের দিকে থাকার স্বপ্ন দেখতেই পারে দলটি। 

  • লিস্টার সিটি – ৪৪৩ মিলিয়ন ইউরো

কয়েক মৌসুম আগেই ক্লদিও রানিয়েরি নামের এক ইতালিয়ান ভদ্রলোকের স্পর্শে ইপিএল জিতে রূপকথার জন্ম দিয়েছিল লিস্টার সিটি। পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও তাঁদের স্কোয়াডের মূল্যটা কম নয়, প্রায় ৪৪৩ মিলিয়ন ইউরো। 

উইলফ্রেড এনদিদি, ইউরি তিয়েলেমান্স, জেমস ম্যাডিসনদের মতো তারকাদের নিয়ে গড়া লিস্টার সিটি দলটা বেশ শক্তিশালী। মৌসুমের বড় সময় জুড়ে রক্ষণভাগে ইনজুরি সমস্যা না ভোগালে পয়েন্ট তালিকায় ভালো অবস্থানেই থাকতো দলটি। 

  • ওয়েস্ট হ্যাম ইউনাইটেড – ৪৫১.৫ মিলিয়ন ইউরো

ডেভিড ময়েস দায়িত্ব নেবার পর থেকেই ভোজবাজির মতো বদলে গেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। রেলিগেশন এড়াতে লড়াই করা দলটিকে তুলে এনেছেন পয়েন্ট তালিকার মাঝের অবস্থানে। তরুণ প্রতিভা তুলে আনার পাশাপাশি বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের মিশেলে চমৎকার এক দল তৈরি করেছেন ময়েস। তাঁর দলের স্কোয়াডের মোট মূল্য ৪৫১.৫ মিলিয়ন ইউরো। 

ওয়েস্ট হ্যামে খেলে থেকেন জ্যারড বাওয়েন এবং ডেক্লান রাইসের মতো ইংলিশ ফুটবলের উঠতি তারকারা। এছাড়া এবারের দলবদলের মৌসুমে লুকাস পাকুয়েতা এবং জিয়ানলুকা স্কামাকাদের মতো দামী ফুটবলারদের দলে ভেড়ানোর ফলে আরো শক্তিশালী হয়েছে দলটির স্কোয়াড।

  • নিউক্যাসল ইউনাইটেড – ৪৯৪.৩০ মিলিয়ন ইউরো

সৌদি মালিকানা পাবার পর থেকেই দলবদলের বাজারে সক্রিয় হয়েছে নিউক্যাসল ইউনাইটেড। তারকা ফুটবলারদের দলে ভিড়িয়ে স্কোয়াড শক্তিশালী করার পাশাপাশি লড়াই করছে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার দৌড়ে। এডি হাউয়ের দলের স্কোয়াডের মোট মূল্য ৪৯৪.৩০ মিলিয়ন ইউরো। 

এবারের মৌসুমে মাঠে দারুণ ফুটবল উপহার দিয়েছে নিউক্যাসল। সভেন বটম্যান, আলেক্সজান্ডার ইসাক, ব্রুনো গুইমারেসদের মতো তরুণ ফুটবলারদের উপস্থিতি দলটির মূল্য বাড়িয়েছে বহুগুণ। 

  • টটেনহ্যাম হটস্পার – ৬৮০.৩০ মিলিয়ন ইউরো

উত্তর লন্ডনের দল টটেনহ্যাম শিরোপা জিততে না পারলেও বেশ কয়েক মৌসুম ধরেই পয়েন্ট তালিকার উপরের দিকেই অবস্থান করছে। এবারের মৌসুমেও আছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। সাম্প্রতিক সময়ে কোচ আন্তোনিও কন্তের বিদায়ে খানিকটা বেসামাল হলেও স্কোয়াডে দারুণ সব ফুটবলারের উপস্থিতি ভরসা জোগাবে দলটির সমর্থকদের। টটেনহ্যামের স্কোয়াডের ফুটবলারদের সম্মিলিত ভিত্তিমূল্য ৬৮০.৩০ মিলিয়ন ইউরো। 

হ্যারি কেন, সন হিউন মিং, হুগো লরিসদের মতো বিশ্বসেরা ফুটবলারদের সুবাদেই দলটির ভিত্তিমূল্য বেড়ে গিয়েছে অনেকগুণ। এছাড়া সাম্প্রতিক সময়ে ক্রিশ্চিয়ান রোমেরো, রিচার্লিসন, পেদ্রো পোরোদের আগমণে আরো বেশি ভারসাম্যপূর্ণ দলে পরিণত হয়েছে স্পার্সরা। 

  • ম্যানচেস্টার ইউনাইটেড – ৭৯৫.৭০ মিলিয়ন ইউরো

স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর লিগ জিততে না পারা ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা নতুন দিনের স্বপ্ন দেখছে এরিক টেন হাগের হাত ধরে। ইউনাইটেড বোর্ডও কার্পন্য করেনি, দেদারসে খরচ করেছে, ফলে বেড়েছে দলটির স্কোয়াডের মূল্য। বর্তমানে রেড ডেভিলদের স্কোয়াডের সর্বমোট মূল্য ৭৯৫.৭০ মিলিয়ন ইউরো। 

ক্রিশ্চিয়ানো রোনালদো বিদায় নিলেও দলটির স্কোয়াডের মূল্যে কোনো কমতি আসেনি। কেননা দলটিতে নতুন যোগ দেন অ্যান্তনি, কাসেমিরো, রাফায়েল ভারানের মতো তারকারা। এছাড়া জ্যাডন সাঞ্চো, ব্রুনো ফার্নান্দেজ, ডেভিড ডে গিয়ার মতো তারকারা তো আগে থেকেই ছিলেন। 

  • লিভারপুল – ৮৭৯ মিলিয়ন ইউরো

ইয়ুর্গেন ক্লপের হাত ধরে প্রায় তিন দশক পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লিভারপুল। এবারের মৌসুমে পথ হারালেও স্কোয়াডে দারুণ সব ফুটবলারের উপস্থিতি দলটির ভিত্তিমূল্য বাড়িয়েছে বহুলাংশে, মার্সিসাইডের দলটির স্কোয়াডের মোট মূল্য ৮৭৯ মিলিয়ন ইউরো। 

মৌসুমের শুরুতে সাদিও মানে বিদায় নিলেও দলটিতে আছেন মোহাম্মদ সালাহ, লুইস ডিয়াজ, ভার্জিল ভ্যান ডাইকের মতো বিশ্বের অন্যতম দামী ফুটবলাররা। এছাড়া দলে নতুন যোগ দিয়েছেন ভবিষ্যতের তারকাখ্যাত ডারউইন নুনেজ এবং কোডি গাকপোর মতো তরুণ প্রতিভারা। 

  • আর্সেনাল – ৮৯০ মিলিয়ন ইউরো

মিকেল আর্তেতার অধীনে রূপকথার ফিনিক্স পাখির ন্যায় ঘুরে দাঁড়ানোর এক গল্প লিখতে যাচ্ছে আর্সেনাল। তরুণ ফুটবলারদের নিয়ে গড়া আর্সেনাল এই মূহুর্তে আছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। বর্তমানে দলটির স্কোয়াডের ভিত্তিমূল্য ৮৯০ মিলিয়ন ইউরো। 

এক মৌসুম আগেও আর্সেনালের এমন উত্থান কেউ কল্পনা করতে পারেননি। কিন্তু বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মার্টিন ওডেগার্ড, বেন হোয়াইট, অ্যারন রামসডেলরা সেই অসম্ভবকেই সম্ভব করে তুলছেন। এছাড়া নতুন যোগ দেয়া গ্যাব্রিয়েল জেসুস, জর্জিনহো, জিনচেংকোরা দলটির মূল্য বাড়িয়ে তুলেছেন। 

  • চেলসি – ১.০২ বিলিয়ন ইউরো

টড বোহেলি চেলসির মালিকানা পাবার পর থেকেই দলবদলের বাজারে দেদারসে খরচ করেছেন। দামি সব তরুণ ফুটবলারদের দলে ভেড়ানোর সুবাদে দলটির মূল্য এক লাফে ছাড়িয়েছে মিলিয়নের কোঠা। দলটির স্কোয়াডের বর্তমান মূল্য ১.০২ বিলিয়ন ইউরো।

গত এক মৌসুমে চেলসিতে যোগ দিয়েছেন মিখাইলো মুরডিক, বেনোয়িট বাদিয়াশিলে, ওয়েসলি ফোফানা, মার্ক কুকুরেল্লা, এনজো ফার্নান্দেজ, রাহিম স্টার্লিংয়ের মতো ফুটবলাররা। 

  • ম্যানচেস্টার সিটি – ১.০৫ বিলিয়ন ইউরো

গত দশ মৌসুমের মাঝে পাঁচ মৌসুমেই লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সেটা কেবলই সম্ভব হয়েছে দামী এবং শক্তিশালী এক স্কোয়াড থাকার সুবাদেই। বর্তমানে ইপিএলের সবচেয়ে দামী স্কোয়াড সিটিজেনদেরই, তাঁদের স্কোয়াডের সর্বমোট ভিত্তিমূল্য ১.০৫ বিলিয়ন ইউরো। 

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের বেশ কয়েকজন খেলে থাকেন ম্যানসিটিতে। কেভিন ডি ব্রুইন, বার্নান্দো সিলভা, রুবেন দিয়াসরা তো আগে থেকেই ছিলেন, এবারের মৌসুমে নতুন যুক্ত হয়েছেন আর্লিং হ্যালান্ড।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link