রাহুল দ্রাবিড়, আপনি থাকছেন স্যার

ভারতের প্রধান কোচ হিসেবে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে রাহুল দ্রাবিড়ের। তবে ঘরের মাঠে বিশ্বকাপে যেভাবে টিম ইন্ডিয়া প্রতাপ দেখাচ্ছে, তাতে এখন দ্রাবিড়ের মেয়াদ বাড়ার সম্ভাবনাই জোরালো। শুধু দ্রাবিড় নয়, বিশ্বকাপে ভারতের পুরো কোচিং স্টাফের সাথেই চুক্তি নবায়ন করতে পারে বিসিসিআই-এমনটাই জানাচ্ছে ভারতের একাধিক গণমাধ্যম।

যদিও এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত নয়। ভারতের হয়ে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ কী, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শেষ খবর বলছে, এবারের বিশ্বকাপে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের ফলে আরো এক মেয়াদ প্রধান কোচের দায়িত্বে থাকতে পারেন রাহুল দ্রাবিড়।

তা ছাড়া দুই বছরের ব্যবধানে আইসিসির তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অপেক্ষা করছে। টেস্ট চ্যাম্পিয়শীপ ছাড়াও ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি রয়েছে। এমতাবস্থায় রাহুল দ্রাবিড়ের উপরেই ভরসা রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এ ছাড়া এই দলের ব্যাটিং কোচ বিক্রম রাথোর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ দিলীপের সাথে চুক্তি নবায়ন করার খবর জানা গিয়েছে। আগামী ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালের পরই মূলত এ ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনায় বসবে বিসিসিআই।

আর সে আলোচনা সভাতেই রাহুল দ্রাবিড়দের ভবিষ্যৎ নির্ধারিত হবে। যদিও রাহুল দ্রাবিড়সহ বাকি কোচিং স্টাফ যে অপরিবর্তিত থাকছে, তা এক প্রকার নিশ্চিতই বটে।

এ দিকে বিশ্বকাপের রেশ না শেষ হতেই ২৩ নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে ভারত। যদিও এই সিরিজে কোচ হিসেবে থাকবেন না রাহুল দ্রাবিড়। তাঁর অবর্তমানে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষণ।

 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link