কোহলির বিরুদ্ধে কারও অভিযোগ নেই!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। এরপরই ভারতের কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে ভারতের কিছু ক্রিকেটাররা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহর কাছে কোহলির বিষয়ে অভিযোগ করার পরই তিনি অধিনায়কত্ব ছেড়েছেন।

এক সেপ্টেম্বর যখন টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বিরাট কোহলি এরপরই ভারতের কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে যে, কোহলি নির্বাচকদের কাছে গিয়েছিলেন এবং রোহিত শর্মাকে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে অনুরোধ করেন।

এরপর দুই সেপ্টেম্বর ভারতের কিছু গণমাধ্যমে আবার খবর প্রকাশ হয় ভারতের দুই সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে জয় শাহর কাছে কোহলির বিরুদ্ধে অভিযোগ করেছেন। এছাড়া প্রতিবেদন প্রকাশ হয়েছিল ভারতের বিশ্বকাপ দলেও পরিবর্তন আসতে পারে।

তবে আজ বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল নিশ্চিত করেছেন কোহলির অধিনায়কত্ব ছাড়ার পিছনে বিসিসিআইয়ের কোন ভূমিকা ছিল না। এমন কী বিসিসিআইয়ের সাথে এই বিষয়ে কোন আলোচনাও হয়নি কোহলির। কোন ক্রিকেটার অভিযোগও করেনি কোহলির বিরুদ্ধে। তিনি জানিয়েছেন সম্পূর্ন নিজের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কোহলি।

তিনি বলেন, ‘গণমাধ্যমকে অবশ্যই এই সব লেখা বন্ধ করতে হবে। কোন ভারতীয় ক্রিকেটার বিসিসিআইয়ের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। আমরা আরো কিছু রিপোর্ট দেখেছি ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন আসতে পারে। কে বলেছে?’ মিডিয়া আমাকে জিজ্ঞাসা করেছিল যে বিসিসিআই কোন সিদ্ধান্ত নিয়েছে কিনা। আমি বলেছি না। কারণ এটাই সত্য। বিসিসিআই কোন সিদ্ধান্ত নেয়নি এমন কী আলোচনাও করেনি।’

ধুমাল জানিয়েছেন বিরাট কোহলি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার দুই ঘন্টা আগেও সব কিছু ঠিক ছিল। তাঁর বিপক্ষে অভিযোগ করা নিয়ে কোন আলোচনা হয়নি। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার দুই ঘন্টা পর এমন অভিযোগ শোনেন তাঁরা।

ধুমাল বলেন, ‘সে তাঁর নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে। এবং বিসিসিআইকে এটা জানিয়েছে। আজ মিডিয়া বলছে খেলোয়াড়রা বিসিসিআইয়ের কাছে অভিযোগ করেছে। বোর্ডের পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি, ক্রিকেটাররা কোনো অভিযোগ করেননি।’

আপনি কি নিশ্চিত যে বিসিসিআইয়ের সেক্রেটারির কাছেই খেলোয়াড়রা অভিযোগ করেছে। তিনি পদত্যাগ করার দুই ঘণ্টা আগেও কারোরই কোনো ধারণা ছিল না যে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিসিসিআইয়ের এই কোষাধ্যক্ষ মনে করেন এমন প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে ভারতীয় ক্রিকেটে অন্য যে কোন কিছুর চেয়ে বেশি ক্ষতি হবে। তাই তিনি অনুরোধ করেছেন যেন প্রমাণ ছাড়া কোন প্রতিবেদন প্রকাশ করা না হয়।

ধুমাল বলেন, ‘এই ধরনের রিপোর্টিং ভারতীয় ক্রিকেটকে অন্য যে কোন কিছুর চেয়ে বেশি ক্ষতি করে। আমরা বুঝতে পারি যে সিনিয়র সাংবাদিকরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাঁরা ভারতীয় দলের এটা করা উচিত বা ওটা করা উচিত নিয়ে মতামত দেন। এটা আমরাও সম্মান করি। এটা একটি পর্যবেক্ষণ এবং এটাই তাদের কাজ। আমি নিজেও ভালো রিপোর্ট পড়ে উপভোগ করি। কিন্তু কোন প্রমাণ ছাড়া যেন রিপোর্ট তৈরি করা হয় না ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link