শ্রেয়াস ও কিষাণ সফেদ আকাশের ক্ষয়ে যাওয়া নক্ষত্র

কিছুতেই যেন নিজেদের চেনা রুপে আবির্ভূত হতে পারছেন না শ্রেয়াস কিংবা ঈশান। 

এক প্রকট ফর্ম খরায় ভুগছেন শ্রেয়াস আইয়ার, তার সঙ্গী ঈশান কিষাণ। যার ফলে ভারতীয় টেস্ট দল থেকে বাদ পরেছেন দু’জনেই। ফিরে আসার সুযোগ হিসেবে কাজে লাগাতে পারছেন না রঞ্জি ট্রফিকেও।

চলমান রঞ্জি ট্রফিতেও রান খরা অব্যাহত রয়েছে এই দুই ব্যাটারের। কিছুতেই যেন নিজেদের চেনা রুপে আবির্ভূত হতে পারছেন না শ্রেয়াস কিংবা ঈশান।

আন্তর্জাতিক টেস্টেও গত দু’বছর নিরববেই কাটিয়েছেন শ্রেয়াশ। ২০২২ সালে ৬০ এরও বেশি গড়ে ব্যাট চালানো আইয়ারের গড় ২০২৩ সালে নেমে আসে মাত্র  ১৩.১৬ এ। যা অল্প বেড়ে এ বছর পৌছে ২১.৬০ তে।

অন্যদিকে ঝাড়খান্ড দলের মারকুটে উইকেট রক্ষক ব্যাটার ও অধিনায়ক ঈশান কিষাণ। দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বভার রয়েছে তার কাঁধে। তবে তার মূল দায়িত্ব নিজের অন্বেষণে। সেখানে অনুসন্ধানের যেন নেই কোন অন্ত।

এদিকে ক্যারিয়ারে মাত্র দুই আন্তর্জাতিক টেস্ট খেলেছেন কিষাণ। যেখানে উইন্ডিজের সাথে ২ ম্যাচে এক অপরাজিত অর্ধশতকে রান তোলেন ৭৮ গড়ে।  ২৩ সালে সেই সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও প্রাথমিক দলে জায়গা পান। তবে মানসিক স্বাস্থ্যগত কারণে ছিটকে পড়েন। যদিও দুলিপ ট্রফি বা বুচিবাবু প্রি সিজন টুর্নামেন্টে আছে শতরানের ইনিংস।

ব্যাট হাতে ফর্মখরার সাথে সাথে ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি। আইয়ার ও কিষাণ এ বছরের বিসিসিআই কেন্দ্রিয় চুক্তি থেকেও বাদ পড়েছেন।

এদিকে ভারতীয় উইকেট রক্ষক পান্ত রয়েছেন চমৎকার ফর্মে। তাছাড়া  ভারতের বর্তমান দলের মিডল অর্ডার বাংলাদেশ বধের পর দারুন ছন্দে আর আত্মবিশ্বাসে রয়েছে। সে হিসেবে কিষাণ ও আইয়ারের বর্তমান দলে জায়গা নেই বললেই চলে।

তবে এখোনো পুরো রঞ্জির মৌসুম বাকি আছে। কঠিন এ প্রতিযোগিতাই সুযোগ নিজেদের প্রমান করার। অন্যদিকে সামনে ভারত দলের রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তাই শ্রেয়াস আইয়ার ও ইশান কিষাণও চাইবেন আগামী দিন গুলোতে তাদের সর্বোচ্চটা দিতে। কতটুকু পারবেন তা সময় বলে দেবে।

Share via
Copy link