পিসিবি নির্বাচনে এবার আদালতের হানা

অনেক নাটকীয়তা পর রমিজ রাজাকে হটিয়ে পিসিবির প্রেসিডেন্টের পদে বসেছিলেন নাজাম শেঠি। এবার নাজাম শেঠি সভাপতির দায়িত্ব ছাড়ার ঘোষণা দেবার পর এই পদে নির্বাচন হবার কথা থাকলেও আদালতের আদেশে সেই নির্বাচন ১৭ জুলাই পর্যন্ত স্থগিত হয়ে গেছে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির পদটা যেন মিউজিক্যাল চেয়ারের মত। অনেক নাটকীয়তা পর রমিজ রাজাকে হটিয়ে পিসিবির প্রেসিডেন্টের পদে বসেছিলেন নাজাম শেঠি। এবার নাজাম শেঠি সভাপতির দায়িত্ব ছাড়ার ঘোষণা দেবার পর এই পদে নির্বাচন হবার কথা থাকলেও আদালতের আদেশে সেই নির্বাচন ১৭ জুলাই পর্যন্ত স্থগিত হয়ে গেছে।

সোমবার বেলুচিস্তান হাইকোর্টের রায়ে সাময়িক স্থগিত করা হয় এই নির্বাচন। প্রধান বিচারপতি নাঈম আখতার আফগান এবং বিচারপতি আমির নাওয়াজের দেয়া রায়ে এই সিদ্ধান্ত আসে।

পিসিবি ম্যানেজমেন্ট কমিটির সাবেক সদস্য শাকিল শেখ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই খবর নিশ্চিত করেন। মঙ্গলবার লাহোরে পিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হবার কথা ছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই নির্বাচন।

পিসিবির সাবেক কমিটির এক সদস্য পিসিবির নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে একটি পিটিশন দায়ের করে। সেই সাথে সাময়িকভাবে এই নির্বাচন স্থগিত করার আবেদনও করেন এই সদস্য।

একই সাথে বোর্ড অফ গভর্নরদেরও সাময়িক বরখাস্তের আবেদন করেন গুল মোহাম্মদ কাকর নামক সেই সদস্য। এছাড়া বোর্ড অফ গভর্নরদের নির্বাচনের প্রক্রিয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই প্রশ্নও তোলেন তিনি।

সাবেক হওয়া পিসিবি সভাপতি নাজাম শেঠি নিজেকে পিসিবি সভাপতি হবার দৌড় থেকে প্রত্যাহার করার পর পিসিবি সভাপতি হবার দৌড়ে এগিয়ে ছিলেন আরেক সাবেক সভাপতি জাকা আশরাফ।

আগের মেয়াদে বেশ সাফল্যের সাথে দায়িত্ব পালন করায় অনেকেই পিসিবির সভাপতির পদে দেখতে চাইছিলেন জাকা আশরাফকে। তবে নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকলেও আদালতের নিষেধাজ্ঞায় এবার পিসিবির দায়িত্ব নেবার অপেক্ষাটা আরো বাড়লো আশরাফের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...