তাহলে কি বিশ্বকাপ খেলতে ভারত যাবে পাকিস্তান?

পাকিস্তানের ক্রিকেট পাড়ায় বেশ রদবদল এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের পদ থেকে বিতারিত হয়েছেন রমিজ রাজা। তাঁর বদলে বোর্ড সভাপতির পদে বসেছেন নাজাম শেঠি।

পাকিস্তানের ক্রিকেট পাড়ায় বেশ রদবদল এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের পদ থেকে বিতারিত হয়েছেন রমিজ রাজা। তাঁর বদলে বোর্ড সভাপতির পদে বসেছেন নাজাম সেঠি। তিনি এসেই তাঁর মত করেই পরিবর্তন ঘটাচ্ছেন পাকিস্তান ক্রিকেটের দর্শন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টে। প্রধান নির্বাচক হিসেবে সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে নিয়োগ দিয়েছেন নাজাম শেঠি।

এছাড়াও বেশকিছু পরিবর্তনকে ঘিরে ইতোমধ্যে কাজ করতে শুরু করেছেন নাজাম। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। অপরদিকে বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজনের ভার এসেছে পাকিস্তানের উপর।

তবে, ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরীতার কারণে পাকিস্তানে যাওয়ার বিষয়ে নেতিবাচক ইঙ্গিত দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাতেই চটে গিয়েছিলেন সাবেক পিসিবি সভাপতি রমিজ রাজা।

তিনি হুংকার দিয়েছিলেন, ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসলে, বিশ্বকাপ খেলতেও ভারতে যাবে না পাকিস্তান। এ নিয়ে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহের সাথে কথার লড়াইয়ে নেমে যান রমিজ রাজা। জয় শাহ আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ববোধ থেকে তিনি পাকিস্তানকে ভারতের বিষয়ে নমনীয় হতে অনুরোধ করেছিলেন। তবুও রমিজ রাজা অনঢ় ছিলেন নিজের শক্ত অবস্থানে।

এমনকি রমিজ সাফ জানিয়ে দিয়েছিলেন যে, পাকিস্থান থেকে এশিয়া কাপ অন্যত্র সরিয়ে নিলে খেলবে না পাকিস্তানও। মানে, আয়োজন তো দূরের কথা এশিয়া কাপই বয়কট করতে যাচ্ছে পিসিবি।

কিন্তু সেই অবস্থান থেকে সরে আসতে চাইছেন নাজাম শেঠি। তিনি বলেন, ‘এশিয়া কাপের বিষয় নিয়ে আমি এসিসি-তে যাব ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব। এরপর আমরা ক্রিকেটের স্বার্থে সিধান্ত নিবো। আমরা বাকি বোর্ডগুলোর অবস্থান জানতে চাই। আমাদের সবার সাথেই ক্রিকেট খেলতে হবে। আমরা এমন কোন পদক্ষেপ নেবো না যাতে আমাদের নির্বাসনে যেতে হয়।’

এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণ না করবার সকল শঙ্কা উড়িয়ে দিয়েছেন নাজাম শেঠি। তবে তিনি এটাও বলেন তাঁরা তাদের সরকারের দেওয়া সকল নির্দেশ মেনে চলবেন। তিনি বলেন, ‘আমরা সরকারের উপদেশ মেনে চলার চেষ্টা করব। তাছাড়া সময় এলে আমরা সরকারের কাছ থেকে উপদেশ নেওয়ার প্রচেষ্টা চালাবো। ঠিক যেমনটা করেছিলাম আমার পূর্ববর্তী আমলে।’

সুতরাং, রমিজ রাজার শক্ত অবস্থান থেকে সরে আসতে শুরু করেছেন পাকিস্তানের নতুন বোর্ড সদস্যরা। তাঁরা চান ক্রিকেটের স্বার্থে যেকোন বিষয়ে ত্যাগ করতে রাজি। যদিও, এটা ঠিক যে রমিজ রাজার সময়ে পিসিবির একটা শক্ত অবস্থান বিশ্বব্যাপীই সমাদৃত ছিল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...