বিশ্বকাপ বর্জনের বিপক্ষে আফ্রিদি

বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট বয়কট করা মোটেই ভাল সিদ্ধান্ত হবে বলে মনে করছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তাঁর মতে, এশিয়া কাপে ভারত এখানে আসছে না যুক্তিতে, ভারত বিশ্বকাপ বয়কট করার কোনো মানেই হয় না। 

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রীড়ামন্ত্রী আসান মাজারি তো সরাসরি একটি প্রশ্নই তুলেছেন- ‘যখন ভারতের দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে পারছে না, তখন কেন পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে পারবে না?’ এ ছাড়া এর আগে ভারতে অনুষ্ঠেয় এ বিশ্বকাপ বয়কট করার মতো হুমকি দিয়েছিল পিসিবি।

তবে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট বয়কট করা মোটেই ভাল সিদ্ধান্ত হবে বলে মনে করছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তাঁর মতে, এশিয়া কাপে ভারত এখানে আসছে না যুক্তিতে, ভারত বিশ্বকাপ বয়কট করার কোনো মানেই হয় না।

এ নিয়ে তিনি বলেছেন, ‘আমি বিশ্বকাপ বয়কট করার বিপক্ষে। পাকিস্তানের উচিৎ বিশ্বকাপে অংশ নেওয়া এবং চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা। আমি জানি, সেখানে অনেক প্রতিকূলতা আছে। আমরা নিজেরাও অনেক কিছুর সম্মুখীন হয়েছি। একবার ব্যাঙ্গালুরুতে ভারতকে টেস্ট হারানোর পর যখন আমরা টিম বাসে করে ফিরছি, তখন উগ্র কিছু সমর্থক আমাদের দিকে পাথর ছুঁড়ে মেরেছিল। ওখানে সত্যিই অনেক প্রতিকূলতা আছে। তবে বিশ্বকাপ বয়কট করা মোটেই উচিৎ নয়।’

এর আগে শহীদ আফ্রিদির মতো একই সুরে দেশটি সাবেক পিসিবি প্রধান খালিদ মাহমুদ বলেছিলেন, ‘এটা কোনো আঞ্চলিক টুর্নামেন্ট না। এটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এখানে কোনোভাবেই বিশ্বকাপ বর্জন করার সিদ্ধান্তটা গ্রহণযোগ্য নয়।’

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার ব্যাপারে পাকিস্তানের আপত্তির সূত্রপাত মূলত এশিয়া কাপকে ঘিরে। ভারত আর পাকিস্তান— দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের অনুমতি না থাকায় পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে, শেষ পর্যন্ত পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই পাকিস্তান ও শ্রীলঙ্কায় গড়াবে এ টুর্নামেন্ট। কিন্তু মূল আয়োজক হওয়া সত্ত্বেও পাকিস্তানে হবে মাত্র চারটি ম্যাচ, টুর্নামেন্টের বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

উল্লেখ্য, ২০১৬ এর পর থেকে এখন পর্যন্ত ভারতে কোনো দ্বি-পক্ষীয় সিরিজ খেলতে যায়নি পাকিস্তান। অবশ্য তার মূলে রয়েছে দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক বৈরিতা। সব কিছু ঠিক থাকলে, সব বিরোধের নিষ্পত্তি হলে ৭ বছর পর ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আবারো ভারত সফর করবে পাকিস্তান।

বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী হায়দ্রাবাদ, আহমেদাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালুরু ও কলকাতায় সব মিলিয়ে রাউন্ড রবিন লিগের ৯ টি ম্যাচ খেলবে পাকিস্তান। আর যদি তাঁরা সেমিফাইনালে উর্ত্তীর্ণ হয়, সে ক্ষেত্রে তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...