ব্যাঙ্গালুরুর জ্বরে কাবু পাকিস্তান দল

কয়েকজন ক্রিকেটার ব্যাঙ্গালুরুতে আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন। যদিও তাঁদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন, বাকিরা মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর পাকিস্তান এখন ব্যাকফুটে। সেমির স্বপ্ন জিইয়ে রাখতে দ্রুতই জয়ের রাস্তায় ফিরতে হবে তাঁদের। আর এই মিশনে বাবর আজমদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আগামী শুক্রবার ব্যাঙ্গালুরুতে মুখোমুখি হবে এই দুই দল।

তবে তার আগেই দু:সংবাদ ভেসে আসলো পাক শিবির থেকে। শোনা গিয়েছে, কয়েকজন ক্রিকেটার ব্যাঙ্গালুরুতে আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন। যদিও তাঁদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন, বাকিরা মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন।

ব্যাঙ্গালুরুকে বলা হয় বাগানের শহর। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ভাইরাল জ্বর দেখা গিয়েছে। মূলত আবহাওয়ার পরিবর্তন কারণে এসময়ে জ্বরের ঘটনা ঘটছে। ছাড় পায়নি পাকিস্তান ক্রিকেট দলও। এমন তথ্য নিশ্চিত করেছেন তাঁদের মিডিয়া ম্যানেজার আহসান ইফতেখার।

তিনি বলেন, ‘বেশ কিছু খেলোয়াড় গত কয়েক দিন জ্বরে ভুগছিলেন এবং তাঁদের বেশিরভাগই এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। যারা এখনও সেরে উঠতে পারেননি তাঁরা দলের মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণে রয়েছেন।’

পাকিস্তান দল সূত্রে নিশ্চিত করা গেছে যে, অধিনায়ক এবং দলটির ব্যাটিংয়ের মূল ভিত্তি বাবর আজম পুরোপুরি ভাল আছেন। এছাড়া পেস আক্রমণের নেতা শাহীন শাহ আফ্রিদিকে নিয়েও কোন শঙ্কা নেই। তবে কারা এখনো অসুস্থ সেটা বিস্তারিত জানা যায়নি।

অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ, ফলে পুরো স্কোয়াডকেই প্রস্তুত দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করবে টিম ম্যানেজম্যান্ট। তা না হলে একাদশ সাজানো কিংবা পরিকল্পনা করার ক্ষেত্রে একটু হলেও সমস্যা হবে তাঁদের। আপাতত তাই, ক্রিকেটারদের জন্য প্রার্থনা করতে হচ্ছে দেশটির ভক্ত-সমর্থকদের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...