ভারতের অধিনায়ক পান্ডিয়া

ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া, নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে তিনি দায়িত্ব পালন করবেন। বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

পান্ডিয়ার ঝুলিতে অবশ্য সফল নেতৃত্ব ইতোমধ্যেই আছে। তাঁর নেতৃত্বে আইপিএলে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন হয়েছে। তাই এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে জাতীয় দলের দায়িত্বভারও তাঁর কাঁধে অর্পণ করাই যায়। এর আগেও তিনি অধিনায়কত্ব করেছেন ভারতের। সর্বশেষ, আয়ারল্যান্ডের মাটিতে দুই টি-টোয়েন্টিতে তিনি ভারতের অধিনায়ক ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ হলেই ভারতের জন্য অপেক্ষা করছে নিউজিল্যান্ড সিরিজ। সেখানে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে ম্যান ইন ব্লুরা।

আর সেই সিরিজে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে হার্দিকের নাম।  বিশ ওভারের বিশ্বকাপ দলে থাকা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়া হবে। ঋষাভ পান্তকে পান্ডিয়ার ডেপুটি হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে ওয়ানডে দলটির দায়িত্ব দেয়া হয়েছে শিখর ধাওয়ানের কাঁধে।

এদিকে আবার দীনেশ কার্তিককেও টিটোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। এই নিয়ে প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছেন চাপ কমাতে বিশ্রাম দেওয়া হয়েছে কার্তিককে।

দলে ফিরেছেন উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, শুভমান গিল, শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটাররা। নভেম্বরের ১৮ তারিখ ওয়েলিংটন, ২০ তারিখ মাউন্ট মঙ্গানুই ও ২২ তারিখ নেপিয়ারে হবে তিনটি টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টির পর হবে ওয়ানডে সিরিজ। নভেম্বরের ২৫ তারিখ অকল্যান্ড, ২৭ তারিখ হ্যামিলটন ও ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে এই তিনটি ম্যাচ।

  • নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টিটোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষাভ পান্ত (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), শুভমান গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সুরিয়া কুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, আর্শদ্বীপ সিং, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ভূবনেশ্বর কুমার ও উমরান মালিক।
  • নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের ওয়ানডে স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষাভ পান্ত (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), শুভমান গিল, দীপক হুডা, সুরিয়াকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, আর্শদ্বীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন ও উমরান মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link