প্রসিদ্ধ জয়

প্রসিদ্ধ কৃষ্ণার জাদুকরী এক স্পেলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জিতে নিলো স্বাগতিক ভার‍ত। মাত্র ১২ রান দিয়ে চার উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। পেসারদের মধ্যে ভারতের ওয়ানডে ইতিহাসে এর চেয়ে কম রানে চার বা তার বেশি সংখ্যক উইকেট নেওয়ার কীর্তি আছে মাত্র দু’জনের। তাঁরা হলেন – স্টুয়ার্ট বিনি ( ৬/৪: ২০১৪, বাংলাদেশের বিপক্ষে) ও ভূবনেশ্বর কুমার (৪/১২: ২০১৩, শ্রীলঙ্কার বিপক্ষে)।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি ভারত। দলীয় ৯ রানেই ফিরেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলির সাথে ৩০ রানের জুটির পথে ফিরেন ঋষাভ পান্তও! এরপর দ্রুতই ফিরেন বিরাট কোহলি! ওডিন স্মিথ ও রোচের দুর্দান্ত বোলিংয়ে ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে তখন বিপাকে ভারত।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন লোকেশ রাহুল ও সুরিয়াকুমার যাদব। দু’জনে মিলে গড়েন ৯১ রানের জুটি! এ দু’জনের ব্যাটে যখন বড় সংগ্রহের পথে ভারত তখনি হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে ব্যক্তিগত ৪৯ রানে ফিরেন রাহুল। তবে আরেকপ্রান্তে দুর্দান্ত ফিফটি তুলে নেন সুরিয়াকুমার।

দলীয় ১৭৭ রানে ব্যক্তিগত ৬৪ রানে সুরিয়া ফিরলে ধসে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। ১৭৭ রানে ৫ উইকেট থেকে বাকিদের ব্যর্থতায় ৬০ রান যোগ করতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করতে সমর্থ হয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওডিন স্মিথ ও আলজারি জোসেফ শিকার করেন ২টি করে উইকেট।

২৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩২ রানেই ভাঙে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি। ব্রেন্ডন কিং ফিরেন ১৮ রানে। এরপর ড্যারেন ব্রাভো, শাই হোপরা দ্রুত ফিরলে ৫২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একপ্রান্তে শামরাহ ব্রুকস ভীত গড়লেও নিকোলাস পুরান, জেসন হোল্ডাররা দ্রুত ফিরলে মাত্র ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে তখন ক্যারিবীয়রা।

এরপর আকিল হোসেনের সাথে ষষ্ঠ উইকেটে ৪১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ব্রুকস। এরপর ৪৪ রানে ব্রুকস ফিরলে আকিল হোসেন, ফ্যাবিয়ান অ্যালেনরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রসিদ কৃষ্ণা, শার্দুল ঠাকুরদের দাপুটে বোলিংয়ে ১৯৩ রানেই গুড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। প্রসিদ কৃষ্ণা একাই শিকার করেন ৪ উইকেট! এছাড়া শার্দুল ঠাকুর নেন ২ উইকেট।

  • সংক্ষিপ্ত স্কোর

ভারত – ২৩৭/৯ (৫০ ওভার); সুরিয়া ৬৪ (৮৩), রাহুল ৪৯ (৪৮), হুডা ২৯ (২৫); জোসেফ ১০-০-৩৬-২, ওডিন ৭-০-২৯-২, হোল্ডার ৯-২-২৯-১।

ওয়েস্ট ইন্ডিজ – ১৯৩/১০ (৪৬ ওভার); শামরাহ ৪৪ (৬৪), আকিল ৩৪(৫২), শাই হোপ ২৭ (৫৪); প্রসিদ্ধ ৯-৩-১২-৪, শার্দুল ৯-১-৪১-২।

ফলাফল: ভারত ৪৪ রানে জয়ী।

ম্যাচ সেরা: প্রসিদ্ধ কৃষ্ণা (ভারত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link