ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লোকেশ রাহুলের দারুণ এক ইনিংসে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল পাঞ্জাব কিংস। তবে দল জিতলেও সেঞ্চুরি মিস করেছেন রাহুল। ৪২ বলে ৯৮ রান করে অপরাজিত ছিলেন পাঞ্জাবের অধিনায়ক।
১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামা পাঞ্জাবকে দুর্দান্ত শুরু এনে দেন লোকেশ রাহুল। মায়াঙ্ক আগারওয়ালকে সাথে নিয়ে উদ্বোধনী জুটিতে ৪.৩ ওভারে যোগ করেন ৪৬ রান। ১২ বলে ১২ রান করে শার্দুল ঠাকুরের প্রথম শিকার হয়ে আগারওয়াল ফিরে গেলে ভাঙে এই জুটি।
এরপর উইকেটে এসে রানের খাতা খোলার আগেই সরফরাজ খান ও পরের ওভারে শাহরুখ খান ফিরে গেলে ৮০ রানে ৩ উইকেট হারিয়ে একটু চাপে পড়ে পাঞ্জাব। তবে রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ পাঞ্জাবেরই নিয়ন্ত্রণে থাকে। এডিন মার্করামকে সাথে নিয়ে চতুর্থ উইকেটে ৪৬ রান যোগ করেন রাহুল।
৭ বলে ১৩ রান করে মার্করাম ফিরে গেলে ভাঙে এই জুটি। এরপর হেনরিকসকে সাথে নিয়ে ৪২ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন রাহুল। চেন্নাইয়ের বোলারদের ভিতর তিনটি উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসের বোলারদের তোপের মুখে পড়ে চেন্নাই। ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে ১৪ বলে ১২ রান করে ঋতুরাজ গায়কোয়াদ ফিরে গেলে ভাঙে ১৮ রানের উদ্বোধনী জুটি। এরপর উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি মঈন আলী ও রবিন উথাপ্পাও।
ক্রিস জর্ডানের জোড়া আঘাতে ফিরে যান দু’জনই। ৬ বলে ২ রান আসে উথাপ্পার ব্যাট থেকে এবং ৬ বল খেলে রানের খাতায় খুলতে পারেননি মঈন। ৩২ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরতে পারেননি আম্বাতি রায়ডু এবং মহেন্দ্র সিংহ ধোনিও।
জর্ডানের তৃতীয় শিকার হয়ে রায়ডু বিদায় নেওয়ার পর রবি বিষ্ণুর প্রথম শিকার হয়ে ফিরে যান ধোনি। ৫ বলে ৪ রান আসে রায়ডুর ব্যাট থেকে এবং ধোনি করেন ১৫ বলে ১২ রান। দু’জনের বিদায়ে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই।
সেখান থেকে ষষ্ট উইকেট জুটিতে রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে ৬৭ রান যোগ করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ফাফ ডু প্লেসি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৫ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেন ডু প্লেসিস। জাদেজা অপরাজিত থাকেন ১৭ বলে ১৫ রান করে।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে চেন্নাই। পাঞ্জাব কিংসের বোলারদের ভিতর দুটি করে উইকেট শিকার করেন আর্শদীপ সিং ও ক্রিস জর্ডান। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণ ও মোহাম্মদ সামি।
- সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস: ১৩৪/৬ (ওভার: ২০; গায়কোয়াদ- ১২, প্লেসিস- ৭৬, মঈন- ০, উথাপ্পা- ২, রায়ডু- ৪, ধোনি- ১২, জাদেজা- ১৫*) (আর্শদীপ- ৪-০-৩৫-২, জর্ডান- ৩-০-২০-২, রবি- ৪-০-২৫-১, সামি- ৪-০-২২-১)
পাঞ্জাব কিংস: ১৩৯/৪ (ওভার: ১৩; রাহুল- ৯৮*, আগারওয়াল- ১২, মার্করাম- ১৩) (ঠাকুর- ৩-০-২৮-৩, চাহার- ৪-০-৪৮-১)
ফলাফল: পাঞ্জাব কিংস ৬ উইকেটে জয়ী।