নিউজিল্যান্ড সফর: সাকিবের জায়গায় ফজলে রাব্বি

গুঞ্জনটাই সত্যি হল। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ফজলে রাব্বি। এক খবর বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সম্প্রতিই সাকিবের ছুটি মঞ্জুর করেছে সংস্থাটি।

গুঞ্জনটাই সত্যি হল। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ফজলে রাব্বি। এক খবর বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সম্প্রতিই সাকিবের ছুটি মঞ্জুর করেছে সংস্থাটি।

ফজলে রাব্বি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি ওয়ানডে খেলেছিলেন। দূর্ভাগ্যজনকভাবে তার একটিতেও কোনো রান করতে পারেননি রাব্বি। এরপর গত তিন বছর ধরে আর কখনো আলোচনায় ছিলেন না তিনি। তবে এ বছর জাতীয় লিগে তিনি ছিলেন ভয়াবহ ফর্মে।

ঘরোয়া ক্রিকেটে বরাবরই রাব্বি খুব বড় পারফরমার। ৯৪ টি প্রথম শ্রেনীর ম্যাচে ৫৩৫৩ রান করেছেন তিনি এ পর্যন্ত। পার্ট টাইম বাহাতি স্পিন দিয়ে ৩২ টি উইকেটও নিয়েছেন। রাব্বি এই বছরটা বরিশালের হয়ে দূরন্ত ফর্মে আছেন। সর্বশেষ তিন ম্যাচেই একটি ১৮৮ রানের ইনিংস সহ মোট ৫৭৫ রান করেছেন রাব্বি।

ব্যাট হাতে তার এই দূরন্ত সময়টা কাজে লাগাতে চাইছে জাতীয় দল। সেজন্যই সাম্প্রতিক ফর্মের পুরস্কার হিসেবে তাঁকে নিউজিল্যান্ডের মত কঠিন কন্ডিশনে পাঠানো হচ্ছে। সেখানে তিনি আদৌ কতটা নিজেকে মানাতে পারবেন – সেটা সময়ই বলে দেবে।

দু’টি টেস্ট খেলতে আসছে জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে টাউরাঙ্গার বে ওভালে। পরেরটি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

নতুন বছরের প্রথম দিন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু নয় জানুয়ারি। এই সিরিজ সামনে আগামী ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। দু’টি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

নিউজিল্যান্ডে এটি পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চতুর্থ সফর। এই সফরগুলোতে তো বটেই, সব মিলিয়ে নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ খেলে সব হেরেছে বাংলাদেশ।

এর আগে চলতি বছর মার্চ মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। চোটের কারণে সেই দলে ছিলেন না সাকিব। আর এবার তিনি ছুটি নিয়ে সরে দাঁড়ালেন।

কাল বৃহস্পতিবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রথমে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। এরপর দু’টি প্রস্তুতি ম্যাচ ও দুটি টেস্ট। সফর সব মিলিয়ে মোট পাঁচ সপ্তাহের।

  • নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম শেখ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...