অস্ট্রেলিয়ার বিপক্ষেই মাঠে ফিরছেন জাদেজা

ইনজুরির জন্য জাতীয় দলের বাইরে আছেন এশিয়া কাপের সময় থেকে। জাতীয় দলে ফেরাটা এরই মধ্যে বারবার দীর্ঘায়িত হয়েছে রবীন্দ্র জাদেজার। তবে সামনের মহাগুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তির খবর এলো ভারতীয় দলের জন্য। ইঞ্জুরি থেকে সেরে উঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন এই অলরাউন্ডার। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে জাদেজার জন্য পরীক্ষা হয়ে এসেছে রঞ্জি ট্রফি।চলমান রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের খেলবেন তিনি।

ইনজুরির জন্য জাতীয় দলের বাইরে আছেন এশিয়া কাপের সময় থেকে। জাতীয় দলে ফেরাটা এরই মধ্যে বারবার দীর্ঘায়িত হয়েছে রবীন্দ্র জাদেজার। তবে সামনের মহাগুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তির খবর এলো ভারতীয় দলের জন্য।

ইনজুরি থেকে সেরে উঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন এই অলরাউন্ডার। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে জাদেজার জন্য পরীক্ষা হয়ে এসেছে রঞ্জি ট্রফি।চলমান রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের খেলবেন তিনি।

এশিয়া কাপ থেকে ছিটকে যাবার পর জাদেজা মিস করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। এরপর ভারতের একের পর সিরিজও খেলতে পারেননি বাঁহাতি এই অলরাউন্ডার। কিছুদিন ধরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে ব্যাটিং এবং বোলিং অনুশীলন শুরু করেন জাদেজা।

তাই সম্ভাবনা দেখা দেয় রঞ্জি ট্রফি দিয়েই ক্রিকেটে ফিরছেন তিনি। আগামী ২৪ জানুয়ারি রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিলনাড়ুর মুখোমুখি হয়ে সৌরাষ্ট্র। যদিও নক আউট অনেকটাই নিশ্চিত সৌরাষ্ট্র, জাদেজার ক্রিকেটে ফেরার জন্য এ ম্যাচ তাই বাড়তি আকর্ষণ ছড়াচ্ছে।

এশিয়া কাপে ইঞ্জুরিতে পড়ার পর অপারেশন টেবিলে যেতে হয় রবীন্দ্র জাজেদার। অনুশীলন শুরু করার পর জাদেজাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের ১৭ জনের দলে রেখেছেন নির্বাচকরা। যদিও তাঁর দলে থাকা অনেকটাই নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর।

সৌরাষ্ট্রের কোচ নীরজ ওদেদ্রা বলেন, ‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রোটোকল মেনেই জাদেজার ট্রেনিং সূচি ঠিক করা হয়েছে। তার ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সে দিকেও নজর রাখা হচ্ছে। দলের সবাই ওর জন্য অপেক্ষা করছে। জাদেজাও আমাদের দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। সে রঞ্জি ট্রফিতে খেললে দলের সবাই খুব অনুপ্রাণিত হবে।’

ইঞ্জুরি থেকে ফিরে প্রথম ম্যাচেই সৌরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। নিয়মিত অধিনায়ক জয়দেভ উনাদকাতকে এই ম্যাচে বিশ্রামে রাখবে সৌরাষ্ট্র। নীরজ ওদেদ্রা জানান, উনাদকাতের বিশ্রামের কারণে জাদেজাকে অধিনায়কত্ব করার প্রস্তাব দেয়া হলে সানন্দে রাজি হন জাদেজা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে জাদেজার জন্য এই ম্যাচটি অনেকটাই নিজেকে ফিরে পাবার। ভারত দলও তাই  পূর্ণ ফিট জাদেজাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে খুব করে চাইবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...