কলম্বো থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ!

ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, সুপার ফোরের ম্যাচগুলো কলম্বো থেকে সরিয়ে নেওয়ার চিন্তা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সে ক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হতে পারে ডাম্বুলাকে। 

এবারের এশিয়া কাপে সুপার ফোরের ৬ টি ম্যাচের মধ্যে ৫ টিই হবে কলম্বোতে। কিন্তু শেষ কয়েক দিনে প্রবল বর্ষণে রীতিমত বন্যায় প্লাবিত হয়েছে শহরটি। এমনকি সেপ্টেম্বর মাস জুড়েও রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আর এমন সম্ভাব্যতায় এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মাঠে গড়ানো নিয়েই শঙ্কায় পড়েছে। 

তবে এরই মধ্যে বিকল্প ব্যবস্থা নিতে শুরু করেছে দুই আয়োজক দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, সুপার ফোরের ম্যাচগুলো কলম্বো থেকে সরিয়ে নেওয়ার চিন্তা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সে ক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হতে পারে ডাম্বুলাকে। 

কারণ আরেক ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলেতে এরই মধ্যে হওয়া দুটি ম্যাচে বৃষ্টির বাগড়া দিয়েছে। ভারত-পাকিস্তান মহারণ তো ভেস্তেই গিয়েছে। তাই এসিসি তুলনামূলক কম বৃষ্টিপ্রবণ এলাকায় সুপার ফোরের ম্যাচ আয়োজন করতে চাচ্ছে। এ বিবেচনায় এই মুহূর্তে ডাম্বুলায় কম বৃষ্টিপ্রবণ। তাই কলম্বোর ম্যাচগুলো সরে যেতে পারে ডাম্বুলাতে। 

উল্লেখ্য, ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপের সুপার ৪ পর্ব শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচটি পাকিস্তানে হলেও টুর্নামেন্টের বাকি অংশগুলো গড়াবে লঙ্কানদের মাটিতে।

  

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...