বয়সে তরুণ হলেও রিয়ান পরাগ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দেখালেন বুদ্ধিদীপ্ত ব্যাটিং। একে একে দলের সব ব্যাটার যখন ২২ গজে আসা যাওয়াতে ব্যস্ত। তখন তিনি দেখালেন অভিজ্ঞতার পরিচয়। ঠান্ডা মাথায় দলের জন্য এনে দিলেন একটি সম্মানজনক সংগ্রহ।
চেন্নাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। পয়েন্টস টেবিলের শীর্ষ চারে থাকার লড়াইয়ে উভয় দলেরই জয়ের বিকল্প কিছু ছিল না। তবে চেন্নাইয়ের বোলারদের কাছে রাজস্থানের ব্যাটাররা হাত খুলে খেলতেই পারছিলেন না। তবে অটল প্রহরীর মত ২২ গজের এক প্রান্ত আগলে রাখেন রিয়ান পরাগ। যাকেই সাথে পেয়েছেন তাঁর সাথেই পার্টনারশীপ গড়ার চেষ্টা করেছেন।
অর্ধশতকের দ্বার প্রান্তে থেকে অপরাজিত থাকেন রাজস্থানের এই ব্যাটার। হ্যাঁ অর্ধশতকের দেখা পাননি ঠিকই। তবে এই ম্যাচে পরাগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটারের পরিচয়। ৩৫ বল খেল ১৩৪.২৯ স্ট্রাইক রেটে করেন ৪৭ রান। ৩ টি ছক্কা আর ১ টি মাত্র চার এসেছিল তাঁর এই ইনিংস থেকে।
টুর্নামেন্ট জুড়ে দারুণ ছন্দে আছেন আসামের এই তরুণ। এই ম্যাচে অর্ধশতকের দেখা পেলে আসরের মোট পাঁচটি অর্ধশতক হয়ে যেত তাঁর। তবে ২২ বছর বয়সী এই তরুণ নিজের চেয়ে দলের প্রয়োজনের কথাই বেশি ভেবেছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ ইনিংসের কারণেই চেন্নাইকে ১৪২ রানের লক্ষ্য ছুড়ে দিতে সক্ষম হয় সাঞ্জু স্যামসনের দল।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে জায়গা হয়নি এই ডান হাতি ব্যাটারের। তাঁর ভক্তদের আশা ভবিষ্যতে ঠিকই দেশের হয়ে বিশ্বকাপের আসর মাতাবেন রিয়ান পরাগ। তবে আপাতত রাজস্থানের হয়ে আইপিএলের শিরোপা অর্জন করাই এখন মূল লক্ষ্য তাঁর।