জিএসএলের জন্য খেলোয়াড়ই খুঁজে পাচ্ছে না রংপুর

শেখ মেহেদী হাসান, নাহিদ রানা কিংবা সৌম্য সরকারদের ছাড়াই মাঠে নামবে রংপুর। এমনকি অধিনায়ক নুরুল হাসান সোহানের যে ফর্ম, তাতে তিনিও জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে ডাক পেতে পারেন। তাই, রাইডার্স শিবির আছে শঙ্কায়।

জুলাইয়ের মধ্যভাগে গ্লোবাল সুপার লিগ (গিএসএল)। গেল আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও থাকছে। সমস্যা হল, এবার সেই একই সময় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত থাকবে বাংলাদেশ জাতীয় দল। তাই, দল গঠনে ভোগান্তিতে পড়তে যাচ্ছে রংপুর।

শেখ মেহেদী হাসান, নাহিদ রানা কিংবা সৌম্য সরকারদের ছাড়াই মাঠে নামবে রংপুর। এমনকি অধিনায়ক নুরুল হাসান সোহানের যে ফর্ম, তাতে তিনিও জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে ডাক পেতে পারেন। তাই, রাইডার্স শিবির আছে শঙ্কায়।

বিদেশিদের ক্ষেত্রেই বরং এগিয়ে আছে দলটি। কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, আকিব জাভেদ ও খাঁজা নাফে — এই চার বিদেশির সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে রংপুর রাইডার্স। কারও অভিজ্ঞতা নিয়েই শঙ্কা নেই। কিন্তু, দেশি ক্রিকেটার ছাড়া কোনো দলই পরিপূর্ণ হয় না।

বিদেশিরা ম্যাচ জেতাতে পারেন, কিন্তু দর্শকের আবেগের জায়গাটা দখল করে থাকেন ঘরোয়া ক্রিকেটাররা। আট জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে পাঁচ দলের এই আসর। সেখানে রংপুর ছাড়াও খেলবে হোবার্ট হারিকেন্স, দুবাই ক্যাপিটালস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট্রাল স্ট্যাগস। গায়ানাতে অনুষ্ঠতব্য এই আসরের মাসদুয়েক আগে দলটা কেমন হতে যাচ্ছে তা নিয়েই পরিস্কার ধারণা নেই রংপুরের।

Share via
Copy link