Social Media

Light
Dark

‘আফগানিস্তান বিশ্বকাপ জিতলেই বিয়ে করবো’

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা তারকাদের একজন তিনি। আজকাল যে নিয়মিতই বড় দলগুলোকে আফগানিস্তান দল মাটিতে নামিয়ে আনতে পারছে তার একটা বড় কারণ হল এই রশিদ খান।

সময়ের সেরা লেগ স্পিনারদের একজন এই তরুণ খেলেছেন সাত টেস্ট, ৬৭ ওয়ানডে ও ৪৮ টি টি-টোয়েন্টি ম্যাচ। আফগানিস্তানের হয়ে পেয়েছেন ২০০ টিরও বেশি আন্তর্জাতিক উইকেট। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ‘হট কেক’ তিনি।

মাঠের জীবনের মত তাই রশিদ খানের মাঠের বাইরের জীবন নিয়েও সমান আগ্রহী ক্রিকেট সমর্থকরা। সম্প্রতি আজাদি রেডিও নামের একটি আফগান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ে বিষয়ক পরিকল্পনা জানান তিনি।

কবে বিয়ে করবেন? – এমন একটি প্রশ্নের উত্তরে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর বোলার রশিদ খানের সাফ জবাব, ‘আফগানিস্তান বিশ্বকাপ জিতলেই আমি বিয়ে করে ফেলবো।’

কাগজে কলমে অবশ্য রশিদ খানের এখনো বিয়ের বয়স পার হয়ে যায়নি। মাত্র ২১ বছর বয়স তাঁর। যদিও, নিন্দুকেরা দাবী করেন বয়স লুকিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link