টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ‘নেক্সট বিগ থিঙ’

এশিয়া কাপ নিয়ে দোলাচলে পাকিস্তানের আসন্ন শ্রীলঙ্কা সফরেও পড়তে পারে প্রভাব। গুঞ্জন আছে এশিয়া কাপ প্রসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে মত দেয়ায় টেস্ট ম্যাচ খেলতে সফরে নাও যেতে পারে পাকিস্তান। কিন্তু অন্যদিকে থেমে নেই পাকিস্তানের প্রস্তুতি।

এশিয়া কাপ নিয়ে দোলাচলে পাকিস্তানের আসন্ন শ্রীলঙ্কা সফরেও পড়তে পারে প্রভাব। গুঞ্জন আছে এশিয়া কাপ প্রসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে মত দেয়ায় টেস্ট ম্যাচ খেলতে সফরে নাও যেতে পারে পাকিস্তান।

কিন্তু, অন্যদিকে থেমে নেই পাকিস্তানের প্রস্তুতি। অভিজ্ঞ আজহার আলী গেছেন অবসরে, আর গুঞ্জন আছে বাজে ফর্মের কারণে বাদ পড়তে পারেন আরেক অভিজ্ঞ ব্যাটার ফওয়াদ আলম।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপে তাই বেশ কিছু নতুন মুখ সংযোজনের আলোচনা চলছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে টেস্ট দলের জন্য নিজের পছন্দের তিন ক্রিকেটারের নাম জানিয়েছেন। যারা হতে পারেন লাল বলের ক্রিকেটে পাকিস্তানের ভবিষ্যত কান্ডারি।

রশিদ বলেন, ‘এই সিরিজে তরুণ খেলোয়াড়দের দলে নেবার একটা ভালো সম্ভাবনা আছে। আমরা ওমাইর বিন ইউসুফ ও মোহাম্মদ হুরায়রার কথা বলতে পারি। আবার সাউদ শাকিলও আছে। সামনে তাদেরই সময়। আপনি যদি এই সিরিজে ফাওয়াদ আলমকে বাদ দেন এবং আজহার আলী তো অবসরে গেছে, তাহলে তরুণদের এই গ্রুপটা বেশ শক্তিশালী।’

রশিদ আরো বলেন, ‘যে তিনজন খেলোয়াড়ের নাম আমি বললাম, তারা তিনজনই টেকনিকের দিক থেকে খুবই ভালো এবং ঘরোয়া ক্রিকেটে তিন ফরমেটেই রান করছে। আমার মনে হয় শ্রীলঙ্কা সিরিজ অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আমাদের প্রতিটা ম্যাচই ভালোভাবে জেতা উচিত এবং পয়েন্ট পাওয়া উচিত।’

পাকিস্তান শাহিন্স এর ব্যানারে জিম্বাবুয়ে সফরে দারুণ পারফর্ম করেছেন ওমাইর বিন ইউসুফ। দুটি চারদিনের ম্যাচে তিন ইনিংসে ৩৪৮ রান করেন এই তরুণ।

যার মধ্যে প্রথম ম্যাচে অপরাজিত ২৫০ রানের ইনিংসও খেলেন তিনি। ইউসুফের পরই সেই সফরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হুরায়রা। এক ম্যাচ খেলেই ২৪২ রান করেন তিনি।

রশিদ লতিফের পছন্দের এই তিন ব্যাটারকেই ডাকা হয়েছে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্পে। ক্যাম্পে ডাক পাওয়াদের তালিকাতেই স্পষ্ট টেস্ট দলটা ঢেলে সাজাতে চায় পাকিস্তান। ফাওয়াদ আলম, আজহার আলীদের জায়গায় নতুনদের বাজিয়ে দেখতে হয়তো শ্রীলঙ্কা সিরিজকেই বেছে নিতে পারে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এই শ্রীলঙ্কা সফর দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের পথচলা শুরু হবে পাকিস্তানের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...