Social Media

Light
Dark

পরিবারের ওপর আঘাত আসলে ছাড় দেবেন না হারিস রউফ

সম্প্রতি পাকিস্তানি পেসার হারিস রউফের একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। যেখানে যুক্তরাষ্ট্রে একজন ভক্তের সাথে তিনি বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ads

অবশেষে ঘটনাটির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ডান হাতি পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ তিনি ব্যক্তিগত সীমানাকে সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়ে ঘটনাটি সম্বোধন করেছেন।

অপ্রত্যাশিত এই ঘটনার জেরে রউফ বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু ভিডিওটি প্রকাশ হয়েছে, আমি মনে করি পরিস্থিতির বর্ণনা দেওয়া প্রয়োজন। জনসাধারণের ব্যক্তিত্ব হিসেবে আমরা তাঁদের কাছে সব ধরণের প্রতিক্রিয়া পাওয়ার জন্য উন্মুক্ত। তাঁরা আমাদের সমর্থন কিংবা সমালোচনা দুটোই করতে পারে।’

ads

হারিস রউফ এই বিষয়ে আরো যোগ করে বলেন, ‘তবে যখন আমার বাব-মা এবং পরিবারের কথা আসবে আমি সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করব না। পেশা যাই হোক না কেন সেই মানুষ ও তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা গুরুত্বপূর্ণ।’

যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর ঘটনাটি ঘটেছিল। ভিডিওতে রউফকে এক ভক্তের সাথে উত্তপ্ত কথাবার্তায় জড়িয়ে পড়তে দেখা যায়। তাঁর স্ত্রী এবং আশেপাশের মানুষজন তাঁকে আটকানোর চেষ্টা করতে থাকে।

তবে এই প্রচেষ্টায় দ্বন্দ্ব আরও বেড়ে যায়। তিনি বাঁধা পেড়িয়ে ভক্তটির মুখোমুখি হওয়ার চেষ্টা করেন। এই প্রচেষ্টায় তাঁর জুতা খুলে গেলেও তিনি থামতে চান না। তাঁর স্ত্রী ও একজন কর্মকর্তার অনেক প্রচেষ্টা শর্তেও রউফকে থামাতে ব্যর্থ হয়। অবশেষে পরিস্থিতির এমন অবস্থা দেখে ঘটনাস্থল ত্যাগ করেন ভক্তটি।

পাকিস্তানি সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তিনি রউফের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং ভক্তদের খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনকে সম্মান করার আহ্বান জানিয়ে বলেন, ‘একজন ক্রিকেটারের ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে সীমানাকে কীভাবে সম্মান করতে হয় তা ভক্তদের জানা উচিত। এগুলো হল মৌলিক নৈতিকতা এবং একটি বিনীত অনুরোধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link