বিয়ে করে স্ত্রীই সব, বাবাকে দেখেন না রবীন্দ্র জাদেজা!

রবীন্দ্র জাদেজা এবং তাঁর স্ত্রীকে নিয়ে বিস্ফোরক এক অভিযোগ করেছেন জাদেজার বাবা অনিরুদ্ধ সিং নিজেই।

লড়াই শেখানো বাবার চেয়ে তাহলে স্ত্রীই বেশি আপন রবীন্দ্র জাদেজার। জাদেজা এবং তাঁর স্ত্রীকে নিয়ে বিস্ফোরক এক অভিযোগ করেছেন জাদেজার বাবা অনিরুদ্ধ সিং নিজেই। এই ক্রিকেটার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, পাশাপাশি এলাকায় থাকা সত্ত্বেও মুখ দেখাদেখিও হয় না এমনটাই জানিয়েছেন অনিরুদ্ধ। আর এসবের পিছনে পুত্রবধূ রিভাবার হাত রয়েছে বলে দাবি করেন তিনি।

জাদেজার বাবা বলেন, ‘আমি আপনাদের একটা সত্য কথা বলি। রবীন্দ্র ও তাঁর স্ত্রী রিভাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তাঁদের সঙ্গে কথা বলি না এবং তাঁরাও আমাদের সঙ্গে বলে না। জাদেজার বিয়ের দুই-তিন মাস পর থেকেই এসব ঝামেলা শুরু হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সে একই শহরে থাকে, অথচ আমাদের সাথে দেখা হয় না। আমারি তো ছেলে, তাই এসব আমাকে যন্ত্রণা দেয়। জানি না তাঁর স্ত্রী কি জাদু করেছে। যদি তাঁকে বিয়ে না করাতাম, আরো ভাল হতো যদি তাঁকে ক্রিকেটার না বানাতাম। তাহলে হয়তো এই দিন আসতো না জীবনে।’

পুত্রবধুর ব্যাপারে অনিরুদ্ধ বলেন, ‘বিয়ের তিন মাস পরেই সে সবকিছু নিজের নামে করে দিতে বলেছিল। সে আমাদের পরিবারে ভাঙ্গন ধরিয়েছে; আসলে তাঁর পরিবার পছন্দ নয়, স্বাধীন জীবন দরকার ছিল। এখন তাঁদের প্রতি আমাদের কেবলই ঘৃণা আছে, আর কিছু নয়।’

যদিও রবীন্দ্র জাদেজা সামাজিক মাধ্যমে অস্বীকার করেছেন বাবার অভিযোগ। তাঁর দাবি এসব কিছুই বানানো, স্ত্রীর সম্মান ক্ষূন্ন করতেই ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, ‘এই সাক্ষাৎকারে যা উল্লেখ করা হয়েছে সব অর্থহীন ও মিথ্যা। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে, যা অনুচিত ও নিন্দনীয়। আমারও অনেক কিছু বলার আছে কিন্তু সেসব কথা জনসমক্ষে প্রকাশ না করাই ভালো।’

বিজেপির এমএলএ রিভাবা জাদেজা অবশ্য এই ব্যাপারে মুখ খোলেননি। একটি জনসমাবেশে তাঁকে শ্বশুরের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তবে উত্তর দেননি, উল্টো এমন জায়গায় ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিকের উপর ক্ষোভ ঝাড়তে দেখা গিয়েছে তাঁকে।

তিনি বলেন, ‘আমরা কি এখানে এজন্য এসেছি? এসব জানতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।’ – যদিও পরবর্তীতে আর তেমন কিছু বলা হয়নি রিভাবার পক্ষ থেকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...