এর আগেও একবার অবসরে গিয়েছিলেন আম্বাতি রাইডু। তবে চেন্নাই টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনার পর সেই অবসর ভেঙে আবারো অবসর ভেঙে ফিরে আসেন।
তবে এবার অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এই ব্যাটার। আইপিএলের ফাইনাল ম্যাচের পরই আইপিএল থেকে অবসরে যাবেন ভারতের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেলা রাইডু।
রবিবারের ফাইনালের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাইডু লেখেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মত দুটো দারুণ দল, ২০৪ ম্যাচ, ১৪ টি মৌসুম, ১১ টি প্লে অফ, আটটি ফাইনাল, পাঁচটি ট্রফি, আশা করি ছয় নম্বরটি আসবে এবার। যাত্রাটা দারুণ ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের ফাইনালই আমার আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ। আমি সত্যিকার অর্থেই এই দারুণ টুর্নামেন্টটিতে খেলা খুব উপভোগ করেছি ৷ সবাইকে ধন্যবাদ।’
১৪ বছরের আইপিএল ক্যারিয়ারে দুটো দলের হয়েই খেলেছেন রাইডু। মুম্বাই ইন্ডিয়ান্সের পর এসেছেন চেন্নাই সুপার কিংসে। ভারতের জার্সিতে সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি খেলেছিলেন রাইডু।
আন্তর্জাতিক ক্যারিয়ারটা অবশ্য খুব বেশি সমৃদ্ধ নয় এই ব্যাটারের। ছয় টি-টোয়েন্টি ম্যাচে মোট ৪২ রান করেছেন তিনি। তবে ওয়ানডে ক্যারিয়ারে বেশ ভালোই করেছেন তিনি।
৫৫ ম্যাচ খেলে ৪৭.০৫ গড়ে ১৬৯৪ রান করেছেন তিনি। মুম্বাইয়ের হয়ে ক্যারিয়ার শুরু করা রাইডু এখন পর্যন্ত আইপিএলে ২০২ ম্যাচ খেলে করেছেন ৪৩২৯ রান। ২৮.১১ গড়ের সাথে ব্যাট করেছেন ১২৭.২৯ স্ট্রাইকরেটে।
আইপিএলে একটি সেঞ্চুরিও আছে রাইডুর। ২০১৮ সালে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে আলোচনায় আসেন রাইডু। সেই মৌসুমে প্রায় ১৫০ স্ট্রাইকরেটে ৬০২ রান করেন তিনি।