নাঈম প্রদীপের জ্বালানি রাজ্জাক

সম্ভাবনার প্রদীপ নিভতে দেখেই যেন হাত বাড়িয়ে দিলেন আবদুর রাজ্জাক। 

শুধু ওই ‘রেডচেরি’ হাতেই দেখা যায় নাঈম হাসানকে। বাকিটা সময় তিনি থাকেন আলোচনার বাইরে। প্রায় বছর খানেক বাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নেমেছিলেন নাঈম। মোটেও ভাল যায়নি তার সে ম্যাচ। দুই ইনিংসে থেকেছেন উইকেট শূন্য। সম্ভাবনার প্রদীপ নিভতে দেখেই যেন হাত বাড়িয়ে দিলেন আবদুর রাজ্জাক।

অবশ্য আবদুর রাজ্জাকের দায়িত্ব এটা নয়। তিনি নির্বাচক, খেলোয়াড় বাছাই করে জাতীয় দল গঠনে সহয়তা করবেন তিনি। কিন্তু একজন সাবেক ক্রিকেটার হিসেবে একটা সম্ভাবনাকে হারিয়ে যেতে তো দেওয়া যায় না। সেই দায়িত্ববোধ থেকেই নাইমকে টপ স্পিনের টোটকা দিতে দেখা গেছে রাজ্জাককে।

নাঈম এমনিতেই বেশ লম্বা গড়নের অফস্পিনার। বাংলাদেশের প্রেক্ষাপটে খানিকটা বিরল বলাই যায়। তিনি স্বাভাবিকভাবেই পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করতে পারেন। বেশ হাই রিলিজ পয়েন্ট তার। সে কারণেই বাউন্সের মাত্রা বেশি। কিন্তু সাধারণ অফ স্পিনের বাড়তি বাউন্স ব্যাটারকে খুব একটা দ্বিধায় ফেলে না।

তাই তো একটু বৈচিত্র্য আনা প্রয়োজন। সে কারণেই সম্ভবত নাঈম শরণাপন্ন হয়েছেন রাজ্জাকের। রাজ্জাক তাকে দেখিয়ে দিলেন টপ স্পিনের গ্রিপ। বৃদ্ধাঙ্গুলিতে বল রেস্ট করাতে হয়। আর মধ্যমা থাকে সিমের খানিকটা নিচের দিকে। তাতে করে বল আন্ডারকাট হয়। আর বৃদ্ধাঙ্গুলি নির্ধারণ করে দেয় বলের লাইন ও সারফেস। বল সিমে পিচে পড়বে নাকি চামড়ার অংশ পড়বে- সেটাই মূলত নির্ধারিত হয় বৃদ্ধাঙ্গুলির ব্যবহারে।

আর এই পুরো প্রক্রিয়া রপ্ত করবার অনুশীলন করে গেছেন নাইম হাসান। পুরো বিষয়টি আয়ত্বে চলে আসলে বল হাতে নাইমের কার্যকারিতা বাড়বে। তার ছোড়া টপ স্পিন ব্যাটারের কাছে সারপ্রাইজ হতে পারে। কেননা এই ধরণের আন্ডারকাট বলে ফ্লাইট হয় বেশি। তাতে ব্যাটার মনে করতে পারেন একটা ফ্লাইটেড ডেলিভারি ছুড়েছেন নাইম।

কিন্তু এই বলটা আসলে পিচ করবার পর একটু বাড়তি গতি ও উচ্চতা লাভ করবে। ব্যাটার তখন দ্বিধায় পড়ে যাবেন। আবার যদি বলটা সিমে পিচ না করে চামড়ার অংশে পিচ করে, তবে বল নিচু হয়ে যাওয়ার মত ঘটনা ঘটতে পারে। এমন সব পরিস্থিতিতে লেগ বিফোরের সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া কট বিহাইন্ডের সম্ভাবনাও সৃষ্টি করা যায়।

নাইমের ঝুলিতে এই অস্ত্র যুক্ত হলে, বহুদিন বাদে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারবেন তিনি। স্রেফ তো টেস্টই খেলেন তরুণ এই অফস্পিনার। তাছাড়া আরও কিছু বিকল্পের সংযুক্তি সাদা বলের দুয়ারও খুলে দিতে পারে নাঈমের জন্য। সে পথেই নিশ্চয়ই হাঁটতে চাইবেন ডান-হাতি এই স্পিনার।

Share via
Copy link