থ্রি স্টার স্বস্তি মাদ্রিদ শিবিরে

বাদ পড়ার ঝুঁকি মাথায় নিয়েই মূলত এদিন খেলতে নেমেছিল অল হোয়াইটরা। তবে এমবাপ্পের সুবাদে মাত্র দশ মিনিটের মাথায় এগিয়ে যায় দলটি। রাইট উইংয়ে ব্রাহিম দিয়াজের পাস দারুণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে, অতঃপর জোরালো শটে তিনি কাঁপিয়ে দেন জাল! শুধু জাল নয়, এই একটা গোল দিয়ে তিনি কাঁপিয়ে দিয়েছেন নিন্দুকদের ভিতকেও।

কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র আর জুড বেলিংহ্যাম – একই ম্যাচে তিনজনই গোল করবেন সেটা বোধহয় পাঁড় সমর্থকদেরও প্রত্যাশার বাইরে। তবে আটালান্টার বিপক্ষে এমনটাই ঘটেছে, রিয়াল মাদ্রিদের তিন তারকার প্রত্যেকেই জালের দেখা পেয়েছেন। তাতেই উড়তে থাকা ইতালিয়ান ক্লাবকে মাটিতে ফেলে দিতে পেরেছে তাঁরা।

চলতি মৌসুমে আটালান্টা আছে উড়ন্ত ফর্মে, লিগ টেবিলে শীর্ষস্থানে থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত ছিল তাঁরা। অন্যদিকে লস ব্ল্যাঙ্কোসরা লা লিগায় যেমন তেমন, ইউরোপীয় মঞ্চে শেষ দুই ম্যাচ হেরে বিপর্যস্ত হয়ে ছিল।

বাদ পড়ার ঝুঁকি মাথায় নিয়েই মূলত এদিন খেলতে নেমেছিল অল হোয়াইটরা। তবে এমবাপ্পের সুবাদে মাত্র দশ মিনিটের মাথায় এগিয়ে যায় দলটি। রাইট উইংয়ে ব্রাহিম দিয়াজের পাস দারুণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে, অতঃপর জোরালো শটে তিনি কাঁপিয়ে দেন জাল! শুধু জাল নয়, এই একটা গোল দিয়ে তিনি কাঁপিয়ে দিয়েছেন নিন্দুকদের ভিতকেও।

যদিও বিরতির ঠিক আগে পেনাল্টি হজম করে বসেন অরেলিয়ানো শুয়েমেনি, সেই সুবাদে সমতায় ফেরে গাস্পেরিনির শিষ্যরা। তবে বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি তাঁরা, দ্বিতীয়ার্ধের শুরুতেই পুনরায় এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

এবারও পর্দার পিছনের নাম দিয়াজ, তাঁর পাস ডিফেন্স লাইনে ডিফ্লেক্ট হয়ে চলে আসে ভিনিসিয়াসের পায়ে। বাকি বাজ সহজেই করতে পেরেছেন ইনজুরি কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড। এখানেই শেষ নয় কিন্তু, মিনিট তিনেক পরে নিজেদের অর্ধ থেকে দুর্দান্ত একটা লং বল বেলিংহ্যামের উদ্দেশ্যে পাঠান তিনি। ইংলিশ তারকাও সেই বল নিজের দখলে নিতে দক্ষতার প্রমাণ দেন।

পরেরটুকু আর কিছুই নয়, বাম পায়ে শট নিয়েই তৃতীয় গোল এনে দেন বেলিংহ্যাম। লিগে টানা পাঁচ ম্যাচ গোল করার পর চ্যাম্পিয়ন্স লিগেও গোল পেলেন তিনি! সেটাই শেষমেশ জয়সূচক গোল হয়ে রইলো, ৬৫ মিনিটের সময় করা লোকম্যানের গোলটা কেবল ব্যবধান কমিয়েছে। যদিও অন্তম মুহূর্তে রেতেগুই ফাঁকা পোস্টে গোল করতে ব্যর্থ হন, তা নাহলে হয়তো জয় নিয়ে আসা হতো না ভিনিসিয়াসদের।

স্বস্তির জয়ে কিছুটা হলেও স্থিতি ফিরেছে রিয়াল শিবিরে, যদিও কিলিয়ান এমবাপ্পের চোট পুনরায় শঙ্কিত করে তুলেছে তাঁদের। এখন পর্যন্ত গুরুতর কোন খবর পাওয়া না গেলেও ইনজুরির কারণে তাঁকে মাঠ থেকে তুলে নেয়াটা ভাল ঠেকছে না কারো কাছেই।

Share via
Copy link