পিএসজি ছাড়তে বাধ্য হচ্ছেন নেইমার

বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে পিএসজি ছাড়তে যাচ্ছেন নেইমার। গত মৌসুমে এমবাপ্পের সাথে করা চুক্তির ধারা অনুসারে প্যারিস সেইন্ট জার্মেইন কতৃপক্ষ এমবাপ্পেকে অনেকটাই ম্যানেজমেন্টের অংশ বানিয়ে ফেলেছে।

যার কারণে বিশ্বকাপের পরই পিএসজিতে থাকার জন্য তিনটি শর্ত জুড়ে দিয়েছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। যার মধ্যে একটি ছিলো বিক্রি করতে হবে নেইমারকে।

সেই শর্ত মানাসহ মেসি, নেইমার ও এমবাপ্পেকে দেয়া বিরাট অংকের বেতনের বোঝা কমাতে নেইমারকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। গুঞ্জন শোনা যাচ্ছে, ফ্রান্স ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।নেইমারের সম্ভাব্য গন্তব্য ম্যানচেস্টার সিটি। তবে এ তালিকায় আছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসির নামও।

ক্লাব থেকেও জানিয়ে দেয়া হয়েছে মৌসুম শেষে নেইমারকে আর দেখা যাবে না প্যারিসে। যদিও চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার।বিশ্বকাপ বিরতির আগে ফর্মের চূড়ায় ছিলেন পিএসজির জার্সিতে। কিন্তু তবুও এটিই হতে যাচ্ছে ব্রাজিলিয়ান পোস্টার বয়ের ফ্রান্সে শেষ মৌসুম।

ব্রাজিল কিংবদন্তি রিভালদোও করেন পিএসজি ছাড়ার পর ম্যানচেস্টার সিটিতেই যাওয়া উচিত নেইমারের। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চেলসির নামই বেশি আসছে আলোচনায়। আরো বেশ কয়েকটি ক্লাব আলোচনায় থাকলেও পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিকেই নেইমারের জন্য উপযুক্ত মনে করেন বিশ্বকাপ জয়ী ব্রাজিল তারকা রিভালদো।

রিভালদো বলেন, ‘এ মৌসুমের শেষে নেইমারকে বিক্রি করে নেইমারের ওপর লগ্নি করা অর্থ কিছুটা হলেও ফিরে পেতে চাইবে পিএসজি। একই সাথে এই কারণে নেইমারকে হয়তো প্রিমিয়ার লিগে দেখা যাবে।’

গার্দিওলার অধীনে আক্রমণাত্মক মানসিকতার সিটিকেই নেইমারের পরবর্তী গন্তব্য হিসেবে দেখতে চান রিভালদো, ‘আমি মনে করি ম্যানচেস্টার সিটি তাঁর (নেইমার) জন্য উপযুক্ত ক্লাব হবে কারণ সেখানে তাঁর সফল হবার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’

নেইমারের সাবেক কোচ গার্দিওলার অধীনে দারুণ ফুটবল খেলছে ম্যানচেস্টার সিটি। একের পর এক লিগ শিরোপা জিতলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এখনো জেতা হয়নি সিটির। নেইমারকে দলে ভেরালে সেই অধরা ইউরোপ সেরার মুকুট জিততেই চাইবে সিটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link