বিশ্বকাপ দলে থাকবেন না রিয়াদ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হয়তো খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, তবে বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হয়তো খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, তবে বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল তেমনই দাবি করছে।

এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে টফি-তে।

বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। অক্টোবরের মধ্যভাগ থেকে মূল বিশ্বকাপ শুরু হলেও, সেপ্টেম্বরের শেষেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের জন্য ভারতে চলে যাবে বাংলাদেশ দল।

সেই উদ্দেশ্যে, সেপ্টেম্বরের ২৬-২৭ তারিখের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এর আগে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হবে। সেই সিরিজ খেলেই দু’দল যাত্রা করবে বিশ্বকাপের দেশে।

সেই সিরিজে নিয়মিত অনেককে বিশ্রামে রাখা হতে পারে। সেই বিশ্রামের সুবাদেই দলে ঢুকে যেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতরা। ফলে, এটাকে কোনো ভাবেই বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষা মানতে নারাজ বিসিবির নির্বাচকরা।

যাদের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে, অধিনায়ক সাকিব আল হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁদের বিশ্রাম দেওয়ার পক্ষে। তাই, সাকিবের সাথে মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের মত কয়েকজনকে বিশ্রামে রাখা হতে পারে।

তবে, আফিফ হোসেন ধ্রুব, তানজিদ হাসান তামিম কিংবা শামিম হোসেন পাটোয়ারিরা খেলবেন। ফিটনেস ফিরে পাওয়ার সাপেক্ষে খেলবেন তামিম ইকবালও। সাকিব-মুশফিক না খেললে খেলার সুযোগ আসতে পারে রিয়াদের।

নির্বাচক প্যানেল মনে করে, মিডল অর্ডারে জায়গা ফাঁকা নেই। ফলে, স্থায়ী ভাবে রিয়াদের ফেরার সুযোগ নেই। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পারফরম্যান্স বিশ্বকাপ দল গঠনেও খুব বড় প্রভাব রাখবে না। ফলে, বিশ্বকাপ দলে রিয়াদের না থাকাটাকে চূড়ান্তই ধরে নেওয়া যায়।

এখন পর্যন্ত কোনো বিশ্বকাপেই বাংলাদেশ ‍তিনটার বেশি ম্যাচ জেতেনি। এবার সেই পরিসংখ্যানটা পাল্টাতে মরিয়া হয়েই মাঠে নামবেন সাকিব-মুশফিকরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...