এশিয়া কাপ শেষ রিজওয়ানের?

ভারতের বিপক্ষে অবশেষে সুপার ফোরের ম্যাচ জিতে পাকিস্তানের সুদিন ফিরেছে এশিয়া কাপে। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে বাবর আজমের দল এগিয়ে গেলো আরও এক ধাপ। কিন্তু, ইনজুরি যেন পিছু ছাড়তেই চাইছে না পাকিস্তান শিবিরের। ভারতের ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ‘রিজওয়ানের ইনজুরি শঙ্কা’ – পাকিস্তান দলের এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্কের নাম। আর ইনজুরিটা এতটাই গুরুতর যে এশিয়া কাপ থেকেই ছিটকে যেতে পারেন এই তারকা।

কারণ, পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে রিজওয়ান ছাড়া কোনো বিশেষজ্ঞ উইকেটরক্ষক নেই। খুশদিল শাহ এবং ফখর জামানকে দিয়ে কাজ চালানোর মতো উইকেটরক্ষণ করিয়ে নেয়া গেলেও, তা ঠিক এশিয়া কাপের স্টান্ডার্ডে খাপ খায় না। পাকিস্তানের দ্বিতীয় পছন্দের উইকেটরক্ষক মোহাম্মদ হারিসকে এশিয়া কাপের জন্য নির্বাচিত দলে জায়গা দেওয়া হয়নি। দুর্ভাগ্যক্রমে যদি রিজওয়ান ইনজুরিতে পড়েন, হারিসের দলে ডাক পড়তে পারে।

অবশ্য মোহাম্মদ রিজওয়ান অন্য ধাতুতে গড়া মানুষ। এতো সহজে হাল ছেড়ে দেয়ার মানুষটি তিনি নন। রিজওয়ানের গল্পটি জানেন তো? দুবাইয়ে অনুষ্ঠিত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ঘটনা। ফ্লুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০ ঘণ্টা আইসিইউতে কাটানোর পর মোহাম্মদ রিজওয়ান অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার দুর্দান্ত সাহস দেখিয়েছেন। এমনকি ওপেনিংয়ে নেমে ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ভাবুন নিজ দেশের প্রতি কি পরিমাণ ডেডিকেশন থাকলে একজন ক্রিকেটার এমন করতে পারে! ঘটনাটি বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে দাগ কেটেছিল।

গতকাল ভারতের ইনিংসের পনেরোতম ওভারে মোহাম্মদ হাসনাইনের করা বাউন্সার ধরতে গিয়েই রিজওয়ান চোট পেয়েছেন। বলটি ধরার জন্য রিজওয়ান বেশ উঁচুতে লাফিয়ে উঠতে গিয়ে ডান পা মচকে যায় তাঁর। যন্ত্রণায় মাটিতে শুয়ে কাতরাতে থাকেন রিজওয়ান। ছুঁটে আসেন পাকিস্তান দলের ফিজিয়ো। প্রাথমিক চিকিৎসা নিয়ে রেজওয়ান বাকি খেলাটুকু চালিয়ে যান। যদিও ব্যাট করতে গিয়ে রানের জন্য দৌড়াতে পারছিলেন না ঠিকমতো। কিন্তু পারফরমেন্সে তিনি কোন ছাড় দেননি। নিজের শতভাগ ঢেলে দিয়েছেন।

ভারতের দেয়া ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে রিজওয়ানের ইনিংসটি পাকিস্তানকে জেতানোর বেলায় দারুণ ভূমিকা রেখেছে। ৫১ বলে ৭১ রানের চমৎকার একটি ইনিংস খেলেন এই পাকিস্তানী তারকা। অবশেষে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত ও মহামূল্যবান জয়ের দেখা পেলেও, ম্যাচ শেষে দলের সাথে উদযাপনে শরীক হতে পারলেন না রিজওয়ান।

কারণ, ততক্ষণে তিনি দুবাইয়ের হাসপাতালে। ম্যাচ শেষের পরপরই চটজলদি তাঁকে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। কারণ রেজওয়ানকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখনো হাসপাতালেই আছেন তিনি। তাঁর ইনজুরির ব্যাপারে এখন অবধি কোন আপডেট পাওয়া যায়নি। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।

তবে পাকিস্তানের ভক্তরা প্রার্থনা করছেন মোহাম্মদ রিজওয়ানের ইনজুরিটি যেন গুরুতর না হয়। কারণ রিজওয়ান যদি বাজে ইনজুরিতে পড়ে যান, তা গোটা পাকিস্তান দলের জন্যই অনেক বড় হতাশার কারণ হবে। এই মুহুর্তে তাঁর কোন বিকল্প নেই।

এমনিতেও এর আগে ইনজুরির থাবায় এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছিলেন পেসার শাহীন শাহ আফ্রিদি, আরেক পেসার মোহম্মদ ওয়াসিম জুনিয়র এবং শাহনাওয়াজ দাহানি। অন্তত এই তালিকায় এই মুহুর্তে দলের সবচেয়ে ভরসার জায়গায় যে ক্রিকেটার, তাঁর নামটা যুক্ত না হোক। ইনজুরি কিংবা অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে বরাবরের মতো ফিরে এসে বাজিমাত করুক মোহাম্মদ রিজওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link