ফাইনাল মিস করবেন রোহিত শর্মা?

প্রায় এক যুগ হতে যাচ্ছে কোনো আইসিসি ট্রফি আসেনি ভারতের ঘরে। ওভালে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তাই পাখির চোখ করেছে ভারত। তবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বিরাট এক দুশ্চিন্তাই ভর করেছে রোহিত শর্মার দলে।

বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে ট্রেনিং ছেড়ে যান অধিনায়ক রোহিত। চোট পাবার সাথে সাথে প্রাথমিক চিকিৎসা নেবার জন্য মাঠ ছাড়তে দেখা যায় রোহিতকে।

মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে কেনিংটন ওভালে থ্রোয়িং অনুশীলন করার সময় আঙুলে চোট পান রোহিত। দ্রুত অনুশীলন থেকে বেরিয়ে গেলেও রোহিতের এই ইনজুরিকে বড় কোনো সমস্যা মনে হচ্ছে না আপাতপক্ষে।

এই ঘটনার পরেই ফাইনাল পূর্ববর্তী প্রেস কনফারেন্সেও অংশ নেন রোহিত। রোহিতের ক্যারিয়ারেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এটি। টেস্ট অধিনায়কের দায়িত্ব পাবার পর রোহিতের এটি হতে যাচ্ছে সপ্তম ম্যাচ।

এর আগের অধিনায়কত্ব করা ছয়টি ম্যাচেই রোহিত খেলেছেন দেশের মাটিতে। এক দশক পর ভারতকে আইসিসি ট্রফি জেতাতে পারলে সেটি হবে রোহিতের ক্যারিয়ারেরই সবচেয়ে বড় অর্জন।

বুধবার টস করতে নামলে এটি হবে ইংল্যান্ডের মাটিতে রোহিতের সপ্তম ম্যাচ। ২০১৩ সালে টেস্ট অভিষেক হলেও এরপর দীর্ঘদিন টেস্ট দলে ব্রাত্য ছিলেন রোহিত। তবে ইংল্যান্ডের মাটিতে দারুণ স্মৃতি আছে রোহিতের।

উপমহাদেশের বাইরে রোহিতের একমাত্র টেস্ট সেঞ্চুরিটাও এই ফাইনালের ভেন্যু ওভালেই। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবার পর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্ব আসরের সেমিফাইনালে খেললেও কোনো ফাইনালে মাঠে নামা হয়নি রোহিতের।

ফাইনালের আগের সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘টেস্ট ক্রিকেটই হলো আসল ফরম্যাট। এটাই সবচেয়ে কঠিন ফরমেট এবং এটি জেতার জন্য আমরা সবকিছুই করব। আমি ভারতীয় দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এক বা দুইটি আইসিসি ট্রফি জেতাতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link