নিরপেক্ষ ভেন্যু: টেস্ট চ্যাম্পিয়নশিপের বাড়তি সৌন্দর্য্য

ইংল্যান্ডের আবহাওয়া থাকবে ঠান্ডা। ম্যাচের প্রথম দিন আকাশ থাকতে পারে মেঘলা। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে দুই মোড়লের লড়াই হতে যাচ্ছে উপভোগ্য। 

রাত শেষ হলেই শুরু ভারত-অস্ট্রেলিয়া মহারণ। ইংল্যান্ডের দ্য ওভালে মুখোমুখি হবে ক্রিকেটের দুই মোড়ল। নিজেদের সংগ্রহশালায় আইসিসির চারটি ট্রফি যোগ করার সুযোগ দুই দলের সামনেই।

ভারতে-অস্ট্রেলিয়া উভয় দলই জিতেছে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ। সাথে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতলেই পাবে সফলতার পরিপূর্ণতা।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট মানেই ঘরের মাঠে সর্বোচ্চ সুবিধা নেওয়া। সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে স্পিন ঘূর্ণিতে সিরিজ জিতেছে ভারত। তবে আসন্ন ফাইনালে সেরকম সুবিধা পাবেনা কোন দল। কারণও ভালো ভাবে জানা বিরাট কোহলির। যদিও নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল হওয়ায় এটি টূর্ণামেন্টের বাড়তি সৌন্দর্য্য বলেও মনে করেন তিনি।

কোহলির ভাষ্য, টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে ঘরের মাঠের কোন সুবিধা নেই। এখানে নিরপেক্ষ ভেন্যু। দুই দলের জন্যই চ্যালেঞ্জ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া।

বিশ্বজুড়ে খেলার অভিজ্ঞতা নিয়ে কোহলি বলেছেন, ওভালে ব্যাটিং করা মোটেও সহজ নয়। এখানে ব্যাটিং বান্ধব উইকেট হয়না। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রক্রিয়া অনুযায়ী খেলতে পারলেই কেবল সফল হওয়ার সম্ভবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ জেতার আত্মবিশ্বাসকে বড় করে দেখছেন কোহলি। সিরিজ জেতার ফলে দুই দলের প্রতিযোগিতা পরিণত হয়েছে সম্মানে। একই সাথে টেস্টেও ভারতকে নেওয়া হয়না হালকাভাবে।

বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতেছিল টেস্ট সিরিজ। এ থেকে কোহলি আত্মবিশ্বাস পেলেও অস্ট্রেলিয়াকে সহজ ভাবে নিচ্ছেন না। কোহলি মনে করেন ম্যাচটি খুবই প্রতিযোগিতামূলক হবে।

ইংল্যান্ডের ওভালে স্বস্তি নেই ভারত-অস্ট্রেলিয়ার। ভারত এই মাঠে ১৪ ম্যাচে জিতেছে মাত্র ২ টি। অস্ট্রেলিয়া ৩৮ ম্যাচে জয় পেয়েছে ৭ টিতে।

ভারত-অস্ট্রেলিয়া এই ম্যাচের আগে আলোচনায় ডিউক বল। দুই দলের পেস ইউনিট সমৃদ্ধ। ম্যাচের আগের দিনের পিচে দেখা গিয়েছে সবুজ ঘাস। এমন উইকেট পেসারদের জন্য বাড়তি সুবিধার কারণ। সাথে সতর্ক থাকতে হবে ব্যাটারদের।

সবুজ উইকেট হলেও এই ম্যাচে আবহাওয়া হতে পারে দুই দলের চিন্তার কারণ। বর্তমানে ইংল্যান্ডে তাপমাত্রা ঘুরপাক খাচ্ছে ১৮ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এমন আবহাওয়ার কারণে সুবিধা পেতে পারে স্পিনাররা। ডিউক বল আর পেস ইউনিটের মাঝেও ম্যাচে পার্থক্য তৈরী করতে পারে স্পিনাররা।

ইংল্যান্ডের আবহাওয়া থাকবে ঠান্ডা। ম্যাচের প্রথম দিন আকাশ থাকতে পারে মেঘলা। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে দুই মোড়লের লড়াই হতে যাচ্ছে উপভোগ্য।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...