হার্দিক পান্ডিয়াকে দলে আনার পর হুট করেই অধিনায়ক ঘোষণা করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু রোহিত শর্মাকে এভাবে সরিয়ে দেয়া পছন্দ হয়নি কারোই, ফলে তাঁর সঙ্গে ফ্রাঞ্চাইজির সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে ক্রিকেটাঙ্গনে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঠেলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, একটি ভিডিও প্রকাশ করে তাঁরা যেখানে রোহিতকে মুম্বাইকে বিদায় বলার ইঙ্গিত দিতে দেখা যায়।
তবে এমন ভিডিও ধারণে একদমই খুশি হতে পারেননি এই তারকা। এমন সংবেদনশীল ব্যাপার প্রকাশ করাকে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হিসেবে দেখছেন তিনি; সেই সাথে কড়া সমালোচনা করেছেন ব্রডকাস্টারদের।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়ে এই ডানহাতি লিখেন, ‘ক্রিকেটারদের জীবন এখন এতটাই খোলাখুলি হয়ে পড়েছে যে ক্যামেরা আমাদের প্রতিটি পদক্ষেপ এবং কথোপকথন রেকর্ড করছে। অথচ আমরা আমাদের বন্ধু এবং সহকর্মীদের সাথে অনুশীলন বা ম্যাচের দিন অনেক ব্যক্তিগত কথাও বলি।’
তিনি আরও যোগ করেন, ‘স্টার স্পোর্টসকে সে সময় ভিডিও রেকর্ড না করার জন্য বলা সত্ত্বেও তাঁরা করেছিল। এরপর আবার সম্প্রচার করা হয়েছে, যা স্পষ্টই গোপনীয়তার লঙ্ঘন। দর্শকের মনোযোগ পাওয়ার জন্য এসব করার ফলে একদিন নিশ্চিত ক্রিকেট, ক্রিকেটার আর ভক্তদের মাঝে বিশ্বাস নষ্ট হয়ে যাবে।’
মূলত সেদিন কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কথা বলেছিলেন। সেখানে তিনি বলেন, ‘একটা একটা করে সব পরিবর্তন হচ্ছে। এটা তো তাঁদের হাতে কিন্তু এটা আমার ঘর, যে মন্দির আছে সেটা আমার বানানো।’
তবে তাঁর শেষ কথাটাই ঝড় তুলেছিলেন সমর্থকদের মাঝে, হিটম্যান বলেছিলেন, ‘আমার কি, আমার তো এবারই শেষ।’ পরবর্তীতে ভিডিওটি সরিয়ে নেয়া হলেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করে কি না আইপিএলের আয়োজক কমিটি।